Logo
Logo
×

খেলা

হোটেল থেকে মাঠের পথে পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

হোটেল থেকে মাঠের পথে পাকিস্তান

এশিয়া কাপের ১৭তম আসর চলছে। টুর্নামেন্টের চলতি আসরের ১০ম ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান-আরব আমিরাত।

গ্রুপ ‘এ’–এর এই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশ সময় সাড়ে আটটায়)।

এক ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে নটায়। টস হবে ৯টায়।

এই ম্যাচ খেলা নিয়ে অনেক নাটকীয়তার জন্ম হয়। মূলত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানিদের নিয়ে ভারতীয়দের অবজ্ঞা আর অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।

ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয়রা টসের পর পাকিস্তানের অধিনায়কের সাথে হ্যান্ডশেক করেনি। খেলা শেষেও পাকিস্তানিদের সাথে হ্যান্ডশেক না করে সোজা ড্রেসিংরুমে ঢুকে দরজা নক করে দেয় ভারতীয় ক্রিকেট দল।

ভারতীয়দের এমন আচরণের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে নালিশ করে, ভারত-পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চায় পাকিস্তান।

এ নিয়ে দুই দফায় আইসিসিকে মেইলও পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ডটি। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তা আমলে নেয়নি। যে কারণে পাকিস্তান দলের এশিয়া কাপ থেকে সরে যাওয়ার গুঞ্জন ওঠে।

 এমন পরিস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে ঘণ্টাব্যাপী হোটেলে আলোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি। সেই বৈঠক শেষে জানা যায় পাকিস্তান ম্যাচ বর্জন করছে না। তারা হোটেল থেকে খেলার উদ্দেশ্যে মাঠের পথে।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম