‘ভেল্লালাগের বাবা মারা গেছেন’– শুনে যা বললেন মোহাম্মদ নবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই ভেসে আসে এক খবর। শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ভেল্লালাগে ম্যাচ শেষে জানতে পারেন তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে মারা গেছেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন দলের কোচ সনৎ জয়াসুরিয়া ও টিম ম্যানেজার। ম্যাচ শেষে জয়াসুরিয়াকে ভেল্লালাগেকে সান্ত্বনা দিতে দেখা যায়।
এই খবর অবশ্য আফগানিস্তান দল পায়নি। ম্যাচ শেষে অলরাউন্ডার মোহাম্মদ নবি সাংবাদিকদের কাছ থেকে এই খবর শোনেন। বিস্মিত হয়ে তিনি বলেন, ‘বাবা? কীভাবে?’ সাংবাদিকরা জানান, ‘হার্ট অ্যাটাক, ম্যাচ শেষ হতেই…’ তখন নবি অবাক হয়ে জিজ্ঞেস করেন, ‘আসলেই?’
সাংবাদিকরা উত্তরে বলেন, ‘খবরটা ম্যাচের মাঝামাঝি সময়েই এসেছে। তবে তিনি খবর পেয়েছেন ম্যাচ শেষে।’ শুনে স্তম্ভিত নবি এক মুহূর্ত সময় নেন। পরে আবার প্রশ্ন করেন, ‘হার্ট অ্যাটাক?’ তখন সাংবাদিকরা নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, হার্ট অ্যাটাক।’
ম্যাচে যদিও নবি ছিলেন দুর্দান্ত। তিনি মাত্র ২২ বলে করেন ৬০ রান, শেষ ওভারে ভেল্লালাগের করা চার ওভারের শেষটিতে হাঁকান পাঁচটি ছক্কা। কিন্তু তার এই ইনিংসও আফগানিস্তানকে জয় এনে দিতে পারেনি। শ্রীলঙ্কা ৬ উইকেটে জয় তুলে নেয় এবং গ্রুপ ‘বি’ এর শীর্ষে থেকে সুপার ফোরে জায়গা করে নেয়।
ভেল্লালাগে বল হাতে ছিলেন ব্যর্থ। চার ওভারে খরচ করেন ৪৯ রান। তিনি একমাত্র উইকেট হিসেবে তুলে নেন ইব্রাহিম জাদরানকে। তবে শেষ ওভারে একাই খরচ করেন ৩২ রান, যেখানে নবি মেরেছিলেন পাঁচ ছক্কা। এই নবির ক্যাচই তিনি ছেড়েছিলেন দুই ওভার আগে। এরপর এই ৫ ছক্কায় মনে হচ্ছিল ম্যাচের লাগাম বুঝি আফগানরাই নিয়ে গেল।
তবে শেষমেশ শ্রীলঙ্কাই জেতে ম্যাচটা। শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস অপরাজিত ৭৪ ও কামিন্দু মেন্ডিস ২৬ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
তবে এরপরই ভেল্লালাগে শুনতে পান তার বাবার মৃত্যুর খবর। যার ফলে ক্রিকেট দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। মোহাম্মদ নবির কাছেও বিষয়টা এসেছে একটা ধাক্কা হয়ে। যা তার অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল স্পষ্ট।


-68cd0213d000c.jpg)
-68ccd0e4e9542.jpg)