Logo
Logo
×

খেলা

ইসরাইল খেললে ২০২৬ বিশ্বকাপ বয়কট করবে স্পেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

ইসরাইল খেললে ২০২৬ বিশ্বকাপ বয়কট করবে স্পেন

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী ওয়ার্ল্ড নাম্বার ওয়ান স্পেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে যদি ইসরাইল খেলার সুযোগ পায়, তাহলে টুর্নামেন্ট থেকে স্পেন নিজেদের প্রত্যাহারের পথ বেছে নিতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, বুধবার কংগ্রেসে সোশ্যালিস্ট গ্রুপের মুখপাত্র পাৎসি লোপেজ বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার কথা বলেছেন। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ প্রসঙ্গে সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

লোপেজ বলেন, ‘ইসরাইল এখন স্থলপথে গাজা উপত্যকা দখল করছে, এর প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। প্রতিদিন সংবাদে যে ভয়াবহ দৃশ্য আমরা দেখি, তা স্প্যানিশ সমাজের বড় একটা অংশ মেনে নিতে পারছে না। আমাদের নীরবতা মানে হবে এই বর্বরতায় সহযোগী থাকা।’

গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে লোপেজ বলেন, ’ক্ষুধায় কাতর মানুষ খাবার খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, শহরগুলো ধ্বংস হচ্ছে—শুধু ধনী ব্যক্তিদের রিসোর্ট বানানোর স্বপ্ন পূরণের জন্য। আর পুরো একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া—এটাই গণহত্যা।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম