Logo
Logo
×

খেলা

কাজের চেয়ে কথায় পটু এই তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

কাজের চেয়ে কথায় পটু এই তারকা

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নান্দনিক পারফরম্যান্সে বিশ্বের নজর কেড়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আইপিএল সহ বিশ্বের সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে ছোট দেশের বড় তারকার খ্যাতি লাভ করেন রশিদ খান।

সাম্প্রতি সময়ে তার পারফরম্যান্স নিম্নমুখী। কথা বার্তায় লাগামহীন; বিভিন্ন মন্তব্যে অহংকার অহমিকা ফুটে উঠছে। চলতি এশিয়া কাপ থেকে বাদ পড়ায় তার পারফরম্যান্স, নেতৃত্ব এবং মাঠের বাইরের কিছু মন্তব্য তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

এশিয়া কাপ শুরুর আগে রশিদ খান এক সাক্ষাৎকারে বলেন, ভারতের পর আফগানিস্তানই এশিয়ার দ্বিতীয় সেরা দল। 

এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে হেরে সুপার ফোরের আগেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান।

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে নুয়ান থুসারার বলে বোল্ড হয়েও রশিদ খান বুঝতে পারেননি! উল্টো আম্পায়ারের কাছে রিভিউ নেওয়ার ইঙ্গিত দেন, কারণ তিনি ভেবেছিলেন তিনি এলবিডব্লিউ হয়েছেন।

যখন স্টাম্পের এলইডি বাতি জ্বলে ওঠে, তখন তিনি এবং থুসারা হাসতে শুরু করেন, যা দুই দলের খেলোয়াড় এবং আম্পায়ারদের মধ্যেও হাসির রোল পড়ে যায়। এমন ঘটনা একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে অপ্রত্যাশিত।

এর আগে তিনি আফগান অলরাউন্ডার করিম জানাতকে সাকিব আল হাসানের চেয়েও বড় মাপের খেলোয়াড় হিসেবে তুলনা করেন। সাকিবের মতো একজন স্বীকৃত অলরাউন্ডারের সঙ্গে এই ধরনের তুলনা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি ক্রিকইনফোর একটি ভিডিওতে র‍্যাপিড ফায়ার রাউন্ডে তাকে টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা স্পিনার কে জিজ্ঞেস করা হলে, তিনি নির্দ্বিধায় নিজের নামই বলেন। যদিও এটা মজার ছলে বলা হয়েছে, একজন অধিনায়কের কাছে সবাই বিনয় আশা করে, কিন্তু তার এই ধরনের মন্তব্য অনেকের কাছে অহংকার হিসেবে বিবেচিত হতে পারে।

গত আগস্টে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে তিনি এক ম্যাচে সর্বোচ্চ রান খরচের লজ্জাজনক রেকর্ড গড়েন, যেখানে ২০ বলে তিনি ৫৯ রান দেন। এটি টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার।

তিনি আইপিএলের এক মৌসুমে ৩৩টি ছক্কা হজম করে সর্বোচ্চ ছক্কা হজমের বাজে রেকর্ড গড়েন।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলী আফগানিস্তানের সমালোচনা করে বলেছেন, ‘আফগানিস্তানের এশিয়া কাপ সফর শেষ। আফগানিস্তানের পরাজয়ের একমাত্র কারণ, তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে।’

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম