Logo
Logo
×

খেলা

ফখরের সেই আউট নিয়ে মুখ খুললেন পাক অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

ফখরের সেই আউট নিয়ে মুখ খুললেন পাক অধিনায়ক

এশিয়া কাপ সুপার ফোরে আবারও ভারতীয়দের কাছে বড় হার নিয়েই মাঠ ছাড়ল পাকিস্তান। তবে ম্যাচের শুরুতেই বিতর্ক তৈরি হয় ফখর জামানের আউট নিয়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষে মুখ খুলেছেন সে বিষয়টা নিয়ে। আম্পায়ারের সিদ্ধান্তটা নিয়েও কথা বলেছেন তিনি। 

তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার ডেলিভারি ফখরের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বল সরাসরি উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে যায় কি না, তা নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়। টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে রিপ্লে দেখার পর ফখরকে আউট ঘোষণা করেন। তিনি তখন ১৫ রানে খেলছিলেন।

সে ডিসমিসাল আউট ছিল কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান আগাকেও প্রশ্ন করা হয় সে বিষয়ে।

জবাবে তিনি বলেন, ‘আমি আসলে সিদ্ধান্তটা নিয়ে নিশ্চিত না। আমার কাছে মনে হয়েছে বলটা বাউন্স করেছে। আম্পায়ার ভুল করতেই পারে, সেটা স্বাভাবিক। আমার চোখে মনে হয়েছে বলটা কিপারের সামনে বাউন্স করেছে, তবে আমি ভুলও হতে পারি।’

তার বিশ্বাস, ফখর জামান থাকলে রান আরও বেশি হতো পাকিস্তানের। তিনি বলেন, ‘ফখর যেভাবে ব্যাট করছিল, যদি সে পাওয়ারপ্লে পার করতে পারত তাহলে হয়তো ১৯০ রান পর্যন্ত তুলতে পারত। কিছু মিস, কিছু বাই হয়েছে। আমার মনে হয়েছে বলটা কিপারের সামনে লেগেছিল, তবে আবারও বলছি আমি ভুল হতে পারি।’

পাকিস্তান টিম ম্যানেজমেন্ট কৌশল বদলে ফখর জামানকে ওপেনার হিসেবে নামায়। সাইম আইয়ুবকে নামানো হয় তিন নম্বরে। শুরুটা ভালোই করেছিলেন ফখর। প্রথম ওভারেই জসপ্রিত বুমরাহকে আক্রমণ করেন এবং ভারতীয় বোলিংয়ে চাপ সৃষ্টি করেন। যদিও তার বিতর্কিত আউটের পর সবকিছু ভেস্তে যায়।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম