Logo
Logo
×

খেলা

শ্রীলঙ্কা ম্যাচের আগে পাকিস্তানের সামনে যে সমীকরণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম

শ্রীলঙ্কা ম্যাচের আগে পাকিস্তানের সামনে যে সমীকরণ

ভারতের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরে শ্রীলঙ্কার পরিস্থিতিও অনেকটা এমনই। এই দুই দলই আজ মুখোমুখি নিজেদের বাঁচা মরার লড়াইয়ে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে আজকের এই ম্যাচ। এই মাঠ নিয়ে শ্রীলঙ্কার সুখস্মৃতি আছে বেশ। গ্রুপ পর্বে এখানে দুই ম্যাচেই জিতেছিল চারিথ আসালঙ্কার দল। 

তবে পাকিস্তান এই মাঠে খেলেনি অনেক দিন। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেললেও এই মাঠে একটা ম্যাচেও খেলেননি সালমান আলীরা। ফলে খানিকটা অনভিজ্ঞতা নিয়েই মাঠে নামতে হবে আজকে। 

এই ম্যাচের আগে পাকিস্তান আছে সবচেয়ে বেশি ব্যাকফুটে। ভারতের কাছে ৭ বল হাতে রেখে হেসে তারা চলে গেছে পয়েন্ট তালিকার তলানিতে। তাদের নেট রান রেট -০.৬৮৯, পয়েন্টের খাতা শূন্য। 

শ্রীলঙ্কা অবশ্য একটু ভালো অবস্থানে আছে, তাদেরও পয়েন্টের খাতা শূন্য; তবে তাদের নেট রান রেটটা একটু ভালো। শ্রীলঙ্কানরা -০.১২১ নেট রান রেট নিয়ে আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। 

তবে আজকের ম্যাচে যে দলই জিতুক, শীর্ষে চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু ঋণাত্মক নেট রান রেটটা খুবই নগন্য দুই দলেরই। আজ মঙ্গলবার একটা জয় নিয়ে এক থেকে তিন, যে কোনো জায়গাতেই চলে যেতে পারে আজকের জয়ী দল।

পাকিস্তানের যে সমীকরণ, শ্রীলঙ্কারও ঠিক তাই। আজ জিতলে পায়ের তলায় একটু মাটি মিলবে। তবে না জিতলেই যে বিদায় নিতে হবে, বিষয়টা এমনও নয়। আজকের বিজিত দলকে সেক্ষেত্রে শেষ ম্যাচে তুলে নিতে হবে বড় ব্যবধানের জয়। আর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকে। তাহলেই কেবল ফাইনালের দুয়ার খুলে যাবে তাদের সামনে।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম