Logo
Logo
×

খেলা

ভারতকে ভুলে ডুবিয়ে জিততে চায় বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

ভারতকে ভুলে ডুবিয়ে জিততে চায় বাংলাদেশ

সংগৃহীত ছবি

আত্মবিশ্বাস তুঙ্গে, ফাইনাল খেলার সম্ভাবনাও জোরাল বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে দারুণ শুরু করা লিটন দাসদের সামনে এবার ভারত। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতের প্রতিপক্ষকে কঠিন মানলেও হারানো অসম্ভব কিছু দেখছেন না টাইগারদের কোচ ফিল সিমন্স।

সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে কাল রাত সাড়ে ৮টায় নামবে বাংলাদেশ। ম্যাচটির আগে বেশ ফুরফুরে মেজাজে লিটনরা। সূর্যকুমার যাদবদের বিপক্ষে সেদিকটাই সামনে এনেছেন বাংলাদেশের কোচ। অতীত ফুলতে চাওয়া কোচ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলেন বাংলাদেশ দলের কোচ বলেন, ‘জয়ের ব্যাপারে বিশ্বাস থাকা উচিত। আমরা বসে বিষয়গুলি নিয়ে কথা বলেছি। ভারতকে হারাতে পারব, সেই সুযোগ আছে। শ্রীলঙ্কা ম্যাচের পর বিরতি পেয়েছি। আমাদের সেই বিরতির সুযোগ কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে আমাদের জয়ের সুযোগ আছে।’

সিমন্সের মতে, নির্দিষ্ট দিনে নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো কঠিন হবে না। তার লক্ষ্য ভারতের খেলোয়াড়দের ভুল করতে বাধ্য করা, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। এটা নির্দিষ্ট একটি ম্যাচ। ভারত আগে হারেনি বিষয়টি এমন নয়। আমরা আমাদের সেরা ক্রিকেটই খেলার চেষ্টা করব এবং ভারতকে কীভাবে ভুল করানো যায় সেদিকে খেয়াল রাখব। এভাবেই আমাদের জিততে হবে।’

সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছে ভারত। বাংলাদেশও পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। দুটি দলের সামনেই ফাইনাল নিশ্চিতের সম্ভাবনা বেঁচে আছে। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম