Logo
Logo
×

খেলা

ফাইনালেও ভারতের বিপক্ষে পাকিস্তানের উদ্ভট উদযাপন? যা বললেন পাক কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

ফাইনালেও ভারতের বিপক্ষে পাকিস্তানের উদ্ভট উদযাপন? যা বললেন পাক কোচ

এশিয়া কাপে দুইবার ভারতের কাছে হারের পরও ফাইনালে উঠেছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশকে হারিয়ে তারা শিরোপা লড়াই নিশ্চিত করে। আগামী রোববার আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে ভারত ম্যাচে হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিশেষ ইঙ্গিতকে কেন্দ্র করে বড় বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার পর পাকিস্তান কোচ মাইক হেসন খেলোয়াড়দের কড়া বার্তা দিয়েছেন।

হেসন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার বার্তা খুব পরিষ্কার। খেলোয়াড়রা শুধু ক্রিকেটে মনোযোগ দেবে। ইশারার বিষয়টি অতিরিক্ত চাপের ম্যাচে আবেগ থেকেই আসে। কিন্তু এখন শুধু খেলাতেই মনোযোগ দিতে হবে।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতিমধ্যেই হারিস ও সাহিবজাদার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। আইসিসির রায় এখনও আসেনি। এর মধ্যে হেসন দলকে সতর্ক করলেন যেন তারা মাঠের ভেতরে কোনো বাড়তি আচরণে না যায়।

এর আগে গ্রুপ পর্বে ভারত পাকিস্তানকে হারায় ৭ উইকেটে। সুপার ফোরে আবারও ভারত জেতে ৬ উইকেটে। টানা সাত আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়রথ চলছে ২০২২ সাল থেকে।

হেসন বলেন, ‘ভারতকে হারাতে হলে আমাদের ওদের ওপর লম্বা সময় চাপ সৃষ্টি করতে হবে। কারণ তারা বিশ্বের এক নম্বর দল, তার তো একটা কারণ আছে, তাই না? আমাদের চ্যালেঞ্জ হবে সেই চাপ তৈরি করা।’

প্রথম ম্যাচে পাকিস্তান মাত্র ১২৭ রান তুলেছিল। ভারত সহজেই জিতেছিল। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ভালো খেললেও শেষ পর্যন্ত অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ হাতছাড়া হয়।

হেসন যোগ করেন, ‘আমরা ফাইনালে আসার যোগ্য। এখন আমাদের চেষ্টা করতে হবে সুযোগটা কাজে লাগানো। আমরা ট্রফি জেতার অবস্থানে থাকতে চাই। এটা আমাদের লক্ষ্য।’

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম