Logo
Logo
×

খেলা

বিসিবি নির্বাচন করতে নির্বাচকের পদ ছাড়লেন রাজ্জাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

বিসিবি নির্বাচন করতে নির্বাচকের পদ ছাড়লেন রাজ্জাক

ছবি: সংগৃহীত

জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন আব্দুর রাজ্জাক। আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

এর আগে সকালে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন সাবেক এই স্পিনার। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৪ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করে আসছিলেন আব্দুর রাজ্জাক।

ক্যাটাগরি 'এ' অর্থাৎ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন কিনেছেন রাজ্জাক। এই ক্যাটাগরিতে ভোটার হওয়ার কথা ছিল ৭১ জন। তবে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলর মনোনয়ন না দেওয়ায় এই ক্যাটাগরিতে ভোটার এখন ৭০ জন। এর আগে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন তিনি।

গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরিতে থাকা ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। এছাড়া এনএসসি থেকে মনোনীত হবেন দুজন পরিচালক।

শনিবার সকাল থেকে শুরু হয় বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ফরম বিতরণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম