Logo
Logo
×

খেলা

আফগানিস্তান সিরিজে ডাক পাচ্ছেন সৌম্য সরকার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

আফগানিস্তান সিরিজে ডাক পাচ্ছেন সৌম্য সরকার

সৌম্য সরকার। ফাইল ছবি

পাঁজরের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তার জায়গায় এই সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে সৌম্য এখনো আমিরাতের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে, আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে খেলতে দেশ ছাড়তে পারেন তিনি।

আফগানিস্তান সিরিজের জন্য অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও লিটনের খেলা অনিশ্চিত। দ্রুতই তার দেশে ফেরার কথা শোনা যাচ্ছে।

ওয়ানডে দলে প্রথমবার ডাক পেতে যাচ্ছেন সাইফ হাসান। লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে তার অনুপস্থিতিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনিক নেতৃত্ব দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর।

এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম