Logo
Logo
×

খেলা

ভারত-পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল ‘হাউজফুল’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম

ভারত-পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল ‘হাউজফুল’

ছবি: এএফপি

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মত দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ফাইনালে একে অপরের মোকাবিলা করছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক এই ফাইনাল দেখার জন্য সমর্থকদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। আর তাইতো ফাইনালের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। 

আয়োজক সূত্র এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ২৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন দুবাই স্টেডিয়াম ‘হাউজফুল’ হয়ে গেছে। মাঠে বসে প্রিয় দলকে সমর্থন দিতে এখন মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।

 এর আগে গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে ২০ হাজার ও ২১ সেপ্টেম্বর সুপার ফোরে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে ১৭ হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছিল। ফাইনালে উত্তেজনা সবকিছুকে ছাপিয়ে গেছে। প্রথমবারের মত এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে, সমর্থকদের মধ্যে আকর্ষনটা তাই একটু বেশী। 

সুপার ফোরে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। ভারত অবশ্য টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালের টিকিট পেয়েছে। 

ভারতের কাছে এই টুর্ণামেন্টে পাকিস্তান দুইবার পরাজিত হয়েছে। একবার গ্রুপ পর্বে, অন্যটি সুপার ফোরে। টি২০ ফর্মেটে বিশ্বসেরা ব্যাটার ও বোলার নিয়ে ভারত অনেকটাই আত্মবিশ্বাসী। ওপেনার অভিষেক শর্মা ও স্পিনার বরুন চক্রবর্তী দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে।

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম