Logo
Logo
×

খেলা

ভারতকে ট্রফি নেওয়ার জন্য যে শর্ত দিলেন নকভি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পিএম

ভারতকে ট্রফি নেওয়ার জন্য যে শর্ত দিলেন নকভি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমানে সভাপতি মহসিন নকভি। তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ শেষে তার হাত থেকেই চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেটারদের ট্রফি এবং মেডেল বুঝে নেওয়ার কথা ছিল।

কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে এসিসি সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়নি। যে কারণে বাধ্য হয়ে দীর্ঘ সময় মাঠে দাঁড়িয়ে থেকে এসিসি সভাপতি চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল হোটেলে তার রুমে নিয়ে যান।

এখন সেই মেডেল এবং ট্রফি ফিরে পেতে ভারতীয় ক্রিকেটারদের আকুতি।

আজ (মঙ্গলবার) বিকেলে দুবাইয়ে এসিসির সভা বসেছিল। সভায় পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সরাসরি থাকলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা ও সাবেক কোষাধ্যক্ষ আশিষ শেলার  উপস্থিত হন অনলাইনে। যেখানে আলোচনার এজেন্ডায় ছিল ট্রফি ও মেডেল হস্তান্তর, এসিসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচন এবং ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আসন্ন টুর্নামেন্ট আয়োজনের বিষয়। 

পাকিস্তানের জিও নিউজ সূত্রে জানা যায়, রাজিব শুক্লা বারবার এশিয়া কাপের ট্রফি তাদের হস্তান্তরের অনুরোধ করতে থাকেন। জবাবে মহসিন নাকভি বলেন, ‘এটি এসিসি সভার এজেন্ডায় ছিল না। যদি ভারতীয় দল ট্রফি নিতে চায়, তবে অধিনায়ক সূর্যকুমার যাদবকে এসিসির অফিসে এসে আমার কাছ থেকে নিতে হবে।’

বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইম অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বিষয়টি সমাধানে পিসিবি ও এসিসি সভাপতি নাকভির কোনো সদিচ্ছা নেই। তিনি দিনের আলোয় বসে সব বিষয়ে কথা বলেন, কিন্তু ভারত যে চ্যাম্পিয়ন হয়েছে তা স্বীকার করতে চান না। তিনি মূল প্রসঙ্গ এড়িয়ে অন্য বিষয়ে কথা বলতে থাকেন। তাকে এসিসি অফিসে ট্রফি ও মেডেল পাঠাতে বলেন শেলার এবং বলা হয়েছিল বাকি লজিস্টিক্যাল বিষয় ভারতই দেখবে। কিন্তু তাতেও রাজি হননি তিনি (নাকভি)। তাকে জানানো হয়েছে, ভারত বিষয়টি নিয়ে আইসিসিতে অভিযোগ জানাবে।’

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম