|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান কাপ বাছাইয়ে ৯ অক্টোবর ঢাকায় হংকং চায়নার বিপক্ষে নিজেদের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ নিয়ে সতর্ক জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ফুটবলারদের অনুশীলন কৌশল প্রতিপক্ষের কাছে গোপন রাখতে সজাগ তিনি।
বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে দলের ফুটবলারদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে দিতে চাইলেন না। তবে অনুশীলনের প্রথম ১৫ মিনিট ছবি তুলতে বাধা দেননি। পরের সেশনে আলোকচিত্রীদের মাঠে থাকতে দেননি। যদি কৌশল ক্যামেরায় ধরা পড়ে।
হংকং চায়নার বিপক্ষে ৯ ও ১৪ অক্টোবর দুই ম্যাচের জন্য ২৮ জনকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন প্রধান কোচ। পরে মোহামেডানের জাহিদ হোসেনকে ডাকা হলে ২৯ জনের দল হয়। ৭২ ঘণ্টা আগে ফুটবলার ছাড়বে না বললেও শেষ পর্যন্ত অনুশীলনের প্রথমদিন মঙ্গলবার রাতে ডাক পাওয়া ছয় খেলোয়াড়কে ছাড়তে বাধ্য হয় মোহামেডান।
তাই কাল হাভিয়েরের দ্বিতীয়দিনের অনুশীলন পূর্ণতা পায়। বিকাল ৫টায় অনুশীলন শুরু করেন কোচ। রানিং, আক্রমণের গতি আর গোল রুখে দেওয়ার বেশ কিছু কৌশল শেখান জামাল ভূঁইয়া, তপু বর্মণদের। প্রায় পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টায় সবাইকে নিয়ে মাঠ ছাড়েন তিনি।
