Logo
Logo
×

খেলা

নাসির ও এনামুলের ব্যাটে জয়ী রংপুর খুলনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম

নাসির ও এনামুলের ব্যাটে জয়ী রংপুর খুলনা

নাসির হোসেন। ছবি: ফেসবুক

নাসির হোসেন ও এনামুল হক ভিন্ন দুই ম্যাচে জেতালেন নিজ নিজ দলকে। এনসিএল টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার সিলেট একাডেমি মাঠে নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামকে পাঁচ উইকেটে হারিয়েছে রংপুর। চট্টগ্রামের ১৩৯ রানের লক্ষ্য রংপুর তাড়া করেছে দুই ওভার হাতে রেখে।

চট্টগ্রামের ইরফান শুক্কুর ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ইয়াসির আলী। রংপুরের পেসার আব্দুল গাফফার নেন তিন উইকেট। নাসির অফ স্পিনে চার ওভার হাত ঘুরিয়ে ৩৮ রানে নেন এক উইকেট।

জবাবে রংপুর ১২ রানেই হারিয়ে ফেলে ওপেনার অনিক সরকারের উইকেট। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন জাহিদ জাভেদ ও নাসির। ৩২ বলে ৩৯ রান করেন জাহিদ। ৩২ বলে নাসির করেন ৪৩ রান। পাঁচ উইকেট হারিয়ে ফেলার পর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ১৪ বলে ২৬ রান করা অধিনায়ক আকবর আলী।

দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুলনা। আগে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে বরিশাল। রান তাড়ায় নেমে খুলনা ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছায়। খুলনার রান তাড়ায় প্রায় অর্ধেক রানই আসে এনামুলের ব্যাট থেকে। ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বরিশালের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ইফতেখার হোসেন। খুলনার হয়ে দুটি করে উইকেট নেন শেখ পারভেজ হোসেন ও জিয়াউর রহমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম