Logo
Logo
×

খেলা

‘এশিয়ার দ্বিতীয় সেরা দল’ নিয়ে যা বললেন আফগান কোচ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম

‘এশিয়ার দ্বিতীয় সেরা দল’ নিয়ে যা বললেন আফগান কোচ

নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে দাবি করেছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। ছবি: সংগৃহীত

কথাটি কদিন ধরেই ঘুরছে। ট্রল, মিমেরও ছড়াছড়ি। সামাজিক যোগাযোগমাধ্যম ছাপিয়ে বিষয়টি গড়িয়েছিল সংবাদ সম্মেলনেও। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা এখনো এশিয়ার দ্বিতীয় সেরা দল কিনা!

এশিয়া কাপে ভরাডুবি এবং টাইগারদের কাছে টি-টোয়েন্টি সিরিজে পর্যদুস্ত হওয়ার পর ট্রট মনে করেন, রশিদ খানের দল এখন আর সেই জায়গায় নেই। অবনতি হয়েছে। তবে আফগান কোচ তার দলকে এশিয়ার দ্বিতীয় নয়, এশিয়ার সেরা দল বানাতে চান।

এশিয়ার দ্বিতীয় সেরা দল প্রসঙ্গে ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা অবস্থানে আসলে নেই আমরা। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা সঠিক নয়। আমাদের আরও বেটার হতে হবে। আরও ভালো করতে হবে। তবে আমি চাইব না (দ্বিতীয় সেরা দল) হতে , আমি চাইব একদম সেরা হতে।’ 

বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই হেরেছে আফগানিস্তান। কোনোটিতেই পারেনি তেমন প্রতিদ্বন্দ্বিতা করতে। দলের এমন পারফরম্যান্সে রীতিমত হতাশ ট্রট বললেন, ‘বাজেভাবে হেরেছি আমরা। কিছু পরিবর্তন তো দলে আসবেই। কয়েকজন এখানে ছিল না, ফলে তরুণদের সুযোগ দিতে চেয়েছি।’

আফগান কোচ পুরোনো স্মৃতি ভুলতে চান। তাকাতে চান সামনের দিকে এবং জিততে চান। ট্রট সেই পরিকল্পনার কথাও শুনিয়েছেন অকপটে, ‘বিশ্বকাপের কথা মাথায় রেখে দল সাজাচ্ছি। সামনে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ আছে, নভেম্বরের শেষে। আশা করছি এমন দল বানাতে পারব, যেই দল ম্যাচ জেতা শুরু করবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম