Logo
Logo
×

খেলা

অবসর ভেঙে ফিরবেন কিনা জানালেন আমির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম

অবসর ভেঙে ফিরবেন কিনা জানালেন আমির

মোহাম্মদ আমির। সংগৃহীত ছবি

মোহাম্মদ আমির জাতীয় দলে ফিরছেন—এমন একটি গুঞ্জন চলছে ক্রিকেটপাড়ায়। খোদ আমিরের কানেও গিয়েছিল। এরপরই খোলাশা করেন, তার সময় ফুরিয়েছে ক্রিকেটে খেলোয়াড় হয়ে আর ফিরছেন না।

গুঞ্জনের প্রেক্ষিতে একটি ভিডিও বার্তায় আমির তার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ঘোষণা করেন। তিনি বলেন, বিশ্বকাপ আসছে। তরুণ খেলোয়াড়দের আরও শক্তিশালী করতে হবে। যেন শিরোপা জেতা যায়।

আমির বলেন, ‘গত কয়েকদিন ধরে শুনছি আমি আবার ক্রিকেটে ফিরছি। আমি এ নিয়ে কোনো আলোচনা করিনি, এমন কোনো পরিকল্পনা নেই। আমার সিদ্ধান্ত চূড়ান্ত।’

তিনি আরও যোগ করেন, ‘আমার ভক্তরা চাই আমি ফিরে আসি। কিন্তু পাকিস্তান ক্রিকেটকেও এগিয়ে যেতে হবে।’

২০২৪ সালের ১৪ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আমির। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে প্রথমবার অবসর নেওয়ার পর, ২০২৪ সালের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মাঠে নামেন।

বাঁহাতি এই সাবেক পেসার তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে সাবেক হয়ে যাওয়া ক্রিকেটারদের পিসিবিতে দেখতে চান বলে মন্তব্য করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম