Logo
Logo
×

খেলা

ছাড়তে হবে জাতীয় দলের জার্সি

কামিন্স ও হেডকে আইপিএল থেকে দেওয়া হয়েছে ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম

কামিন্স ও হেডকে আইপিএল থেকে দেওয়া হয়েছে ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব!

হেড ও কামিন্সকে দেওয়া হয়েছে লোভনীয় প্রস্তাব। সংগৃহীত ছবি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টাকার ঝনঝনানিতে ভাটা পড়েছে দেশের প্রতি দায়িত্ববোধ। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা ইতোমধ্যে স্বদেশের জার্সি ছেড়ে ঝুঁকছেন টাকার খেলায়। তেমনি এক প্রস্তাব পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স ও সময়ের অন্যতম সেরা ব্যাটার ট্রাভিস হেড।

অস্ট্রেলিয়ার এই দুই তারকাকে দেওয়া হয়েছে ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটি টাকা। তাদের শর্ত জুড়ে দেওয়া হয়েছে একটি—‘জাতীয় দল ছাড়ো।’ এমন প্রস্তাবটি এসেছে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি থেকে। খবরটি জানিয়েছে অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এজ।

পত্রিকাটি প্রতিবেদনে জানিয়েছে, আইপিএলের কোনো একটি ফ্র‌্যাঞ্চাইজি থেকে চুক্তিটি করার জন্য প্রস্তাব গেছে দুজনের কাছে। ওই ফ্র‌্যাঞ্চাইজিটির নাম জানায়নি দ্য এজ। তবে তাদের শর্তটি সামনে এনেছে। কামিন্স ও হেডকে বলা হয়েছে পুরো বছর তাদের হয়ে খেলতে। বিনিময়ে প্রত্যেকে পাবেন ১০ মিলিয়ন ডলার। চুক্তিটির শর্তও ভয়াবহ—জাতীয় দলে কখনও খেলতে পারবেন না তারা।

যদিও এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। কামিন্স ও হেড এই প্রস্তাবে সম্মতি দেননি বলেও খবর। তারা অস্ট্রেলিয়ার জার্সিতে খেলাটাকেই অগ্রাধিকার দিয়েছেন। তবে এনিয়ে এখন পর্যন্ত ওই আইপিএল ফ্র‌্যাঞ্চাইজি বা কামিন্স কিছু বলেনি। প্রস্তাবটি প্রত্যাখান করেছেন হেড।

অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটারের বরাতে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, বিনয়ের সঙ্গেই এই চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হেড। তিনি বলেছেন, ‘জাতীয় দলে খেলা সবসময় বড় ব্যাপার। অনেকেই এটাকে এত উঁচুতে ধরে রাখেন, কিন্তু কিছু মানুষ তা করেন না। মানুষকে সম্মান করতে হবে যে এটি করার কোনও উপায় নেই।’

কামিন্স ও হেড আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত আছেন। হায়দরাবাদ এই লোভনীয় প্রস্তাব দিতে পারে বলে অনেকের ধারণা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম