Logo
Logo
×

খেলা

এবার ওয়ানডে অভিষেক সাইফ হাসানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম

এবার ওয়ানডে অভিষেক সাইফ হাসানের

সাইফ হাসান/সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের জার্সিটা প্রথম গায়ে তুলেছিলেন সেই করোনাপূর্ব যুগে, ২০২০ সালে। সেই সাইফ হাসানের ওয়ানডে অভিষেক হচ্ছে এবার। প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের ফরম্যাটে মাঠে নামতে চলেছেন তিনি।

তবে এই সাইফ হাসান অবশ্য দুই মাস আগেও দলে ছিলেন না। নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দলে ফেরেন। এরপর আফগানিস্তান ম্যাচ দিয়ে এশিয়া কাপের দলে জায়গা পাওয়া। এরপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে দুই ফিফটিতে দলে জায়গা পাকা করে নিয়েছিলেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজেও করেছেন দারুণ এক ফিফটি। তারই ফলশ্রুতিতে এবার ওয়ানডে দলেও ডাক পড়ল তার।

স্রেফ টি-টোয়েন্টির পারফর্ম্যান্স দিয়েই ওয়ানডে অভিষেক হচ্ছে তার, এমনটা বলার উপায় অবশ্য নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে বেশ আলো ছড়িয়েছেন সাইফ। লিজেন্ডস অফ রুপগঞ্জে তিনি খেলেছেন এবার। ৫৯৫ রান তুলেছেন ব্যাট হাতে, বল হাতে ১৫ উইকেট শিকার করেছেন। এমন পারফর্ম্যান্সের পর ওয়ানডে দলে সুযোগ পাওয়াকে আর যাই হোক শুধুই অন্য ফরম্যাটে পারফর্ম করার ফল বলে দেওয়া চলে না!

তবে তিনি ছাড়া দলে অভিষিক্ত নেই কেউ। মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে, দলে এসেছেন হাসান মাহমুদ। 

বাংলাদেশের একাদশ–
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভির ইসলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম