হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা
|
ফলো করুন |
|
|---|---|
অনেক দিন লুকোচুরির পর অবশেষে প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল ক্রিকেটার তারকা হার্দিক পান্ডিয়া ও মডেল মাহিকা শর্মাকে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে তারা কালো পোশাকে রংমিলন্তি। এক গাড়িতে চেপে মুম্বাই বিমানবন্দরে আসেন। আর কোনো লুকোচুরি নেই। প্রেমে রয়েছেন ক্রিকেটার-মডেল কন্যা? বিমানে ওঠার আগ পর্যন্ত সেই প্রেমিকাকে আগলে রাখেন হার্দিক পান্ডিয়া।
শুক্রবার এ তারকা যুগলের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই বিনোদন জগত ছাড়াও ক্রিকেট দুনিয়ায় ঝড় ওঠে। কেউ মুখে কিছু না বললেও প্রশ্ন রাখেন— এভাবেই কি সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক-মাহিকা? ইদানীং এমন চর্চা শুরু করেছেন অভিনেতা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এরপর দেখা গেল হার্দিক-মাহিকার আংটিবদলের পালা?
গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ চলাকালীনই প্রেমের কারণে শিরোনামে ছিলেন হার্দিক পান্ডিয়া। তখনই কানাঘুষা— এবার এক মডেলের প্রেমে পড়েছেন ক্রিকেটার। দুজনের বয়সের ব্যবধান যথেষ্ট। যদিও শোনা যায়, সেই ব্যবধান বাধা হয়ে দাঁড়ায়নি সম্পর্কে। তাদের নিয়ে চর্চা চললেও হার্দিক কিংবা মাহিকা কেউ-ই সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি। একসঙ্গে দেখাও দেননি কখনো।
উল্লেখ্য, বিয়ে ভাঙার পর সাবেক স্ত্রী নাতাশার সঙ্গে অতীত নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলেছে হার্দিকের। বিতর্ক চলাকালীন মাঠে মডেল-কন্যাকে দেখা গেছে। যেদিন, যেখানে হার্দিকের খেলা, সেদিনই মাহিকা সেই মাঠে উপস্থিত। ক্রিকেটারের হয়ে গলা ফাটাতেও দেখা গেছে তাকে। কিন্তু এভাবে তাদের একসঙ্গে দেখা যায়নি তখনো!
