Logo
Logo
×

খেলা

ওয়ানডের নেতৃত্ব হারানো রোহিতকে কী বলে সান্ত্বনা দিলেন সৌরভ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম

ওয়ানডের নেতৃত্ব হারানো রোহিতকে কী বলে সান্ত্বনা দিলেন সৌরভ

সৌরভ গাঙ্গুলী ও রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

ভারতের ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন আনা হয়েছে। অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মাকে সরিয়ে সে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তরুণ শুবমান গিলের কাঁধে। এই সিদ্ধান্তকে সঠিক মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

শুক্রবার (১০ অক্টোবর) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৌরভ বলেন, ‘আমি জানি না রোহিতকে সরিয়ে দেওয়া হয়েছে, নাকি অন্য কিছু। তবে মনে হয়, এটা দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কারণ, রোহিত একজন অসাধারণ অধিনায়ক। গত দুই বছরে রোহিত টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে। সুতরাং রোহিতের পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন নেই।’

তাহলে কেন রোহিতের নেতৃত্ব কেড়ে নেওয়া হলো–এ প্রশ্নে সৌরভের জবাব, ‘নির্বাচকদের মনে যা এসেছে, তা হলো—দুই বছর পর বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০।’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণকে বিদায় জানান রোহিত। গত মে মাসে লাল বলের ক্রিকেটকেও ‘আলবিদা’ বলে দিয়েছেন তিনি। এখন শুধু একদিনের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রেখেছেন। এ প্রসঙ্গ টেনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ যোগ করেন, ‘রোহিত টি-২০ ক্রিকেট খেলে না, তাই ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ও খেলবে না। কিন্তু ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে ৪০। খেলাধুলায় এটা অনেক বড় সংখ্যা। রোহিত দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে খেলছে। কিন্তু ৪০ বছর বয়সে রোহিত খেলতে পারবে কি না, সেটি নিশ্চিত নয়।’

বয়সের কারণে রোহিতের মতো তারও একই অভিজ্ঞতা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এমনটা সবারই হয়। আমি যখন ওয়ানডে ক্রিকেট থেকে সরে গেলাম, তখন বয়স ৩৭। রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও তা–ই হয়েছে। আমরা সবাই ওয়ানডেতে ১০-১১ হাজারের বেশি রান করেছি। সুতরাং এমনটা সবার ক্ষেত্রেই ঘটে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম