Logo
Logo
×

খেলা

‘মেসির’ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ ব্রাজিলের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম

‘মেসির’ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ ব্রাজিলের

চলতি ফিফা উইন্ডোয় এশিয়ায় খেলতে এসেছে ব্রাজিল। সেখানে দলটা তাদের দাপুটে ফর্ম ধরে রেখেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে তারা প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গেছে। গোল করেছেন ব্রাজিলের ‘মেসি’ খ্যাত এস্তেভাও উইলিয়ান।

ব্রাজিলে তার ডাকনাম ‘মেসিনিও’, মানে ছোট মেসি। বাম পায়ে খেলেন, ডান প্রান্ত থেকে কাট ইন করে ঢোকেন ভেতরে। সে কারণে তার উপাধি তার খেলার ধরনের সঙ্গে মিলে গেছে খাপে খাপে।

মেসিনিও ব্রাজিলের হয়ে গেল মাসেও গোল পেয়েছেন। চিলির বিপক্ষে জেতা সেই ম্যাচে তিনি গোলটা করেছিলেন প্রথমেই। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও একই ভাবে দলকে এগিয়ে দিলেন।

ম্যাচের ১৩তম মিনিটে ব্রুনো গিমারেশের বাড়ানো বল খুঁজে পায় তাকে। তিনি গোলটা করেন সহজেই। 

ব্রাজিল পরে আরও এক গোল পেয়ে গেছে বিরতির আগে। কাসেমিরোর বাড়ানো বলে গোল করেন রদ্রিগো গোয়েজ। তাতে ২ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেসাওরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম