Logo
Logo
×

খেলা

‘সাদ উদ্দিন সেরা বলেই দলে তাকে নেওয়া হয়েছে’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:১৪ এএম

‘সাদ উদ্দিন সেরা বলেই দলে তাকে নেওয়া হয়েছে’

হংকংয়ের কাছে ঘরের মাটিতে বাংলাদেশের হারের দুঃখ এখনও ভুলতে পারেননি সমর্থকরা। ফিরতি ম্যাচে ড্রও সে ক্ষতে প্রলেপ দিতে পারেনি। জাতীয় স্টেডিয়ামে সে হারের পর একাধিক খেলোয়াড়কে নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। তার মধ্যে সাদ উদ্দীন অন্যতম। 

তবে এবার জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন জানালেন, সাদ উদ্দীন সেরা বলেই বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন। তিনি বলেন, ‘সাদ এই দলের অন্যতম কারিগর। আমি জানি তাকে নিয়ে সমালোচনা আছে। সে সেরা বলেই তাকে দলে নেওয়া হয়েছে।’

সাদকে কেন দলে নেওয়া হয়, তার কৌশলগত কারণটাও ব্যাখ্যা করেন মামুন। তিনি বলেন, ‘দিনশেষে যে স্ট্রেচগুলো আমরা পাই সাদের কাছ থেকে, কয়টা ডুয়েল সে জিতেছে, কয়টা ওভারল্যাপ সে করেছে, কয়টা ক্রস সে করেছে, আমরা দিনশেষে সেটা কাউন্ট করি।’ 

তবে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচের পারফর্ম্যান্স অবশ্য পক্ষে কথা বলছে না মোটেও। সেদিন লেফটব্যাক হিসেবে খেলেছিলেন সাদ। জায়ান আহমেদ মাঠে আসার আগ পর্যন্ত বাম পাশ সামলানোর দায়িত্ব ছিল তার কাঁধে। যতক্ষণ দায়িত্বে ছিলেন, ততক্ষণ একটাও ক্রস হয়নি বাম পাশ থেকে।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট সোফাস্কোর জানাচ্ছে, সে ম্যাচে বাংলাদেশ তো বটেই, দুই দল মিলিয়েও সবচেয়ে বাজে খেলোয়াড় ছিলেন এই সাদই। তার দুটো ভুল থেকে শট হজম করেছে দল, শেষ ভুলটা তো হজম করিয়েছে গোলই, যে গোল হৃদয় ভেঙে দিয়েছিল বাংলাদেশের। 

May be an image of soccer, football and text that says '11 S00 VCU SAUUA ግን 10'
হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠের সেই ম্যাচে তৃতীয় ও চতুর্থ গোল হজমের ঠিক আগে দৃশ্যপটে ছিলেন সাদ উদ্দীন/ ছবি-স্ক্রিনশট

প্রতিপক্ষ অর্ধে একটা পাসও ঠিকঠাক দিতে পারেননি তিনি। ১২ বার বল হারিয়েছেন। ১১টা গ্রাউন্ড ডুয়েলের ৩টাতে জিতেছেন, এরিয়াল ডুয়েলের ৪টাতে ২বার সফল হয়েছেন। একবার তাকে ড্রিবল করে ছাড়িয়ে গেছেন প্রতিপক্ষ ফুটবলার।

তবু কোচিং প্যানেলে তাকে নিয়ে কোনো সন্দেহ নেই, জানান মামুন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই আমরা কেন সাদকে খেলাচ্ছি। আমাদের রক্ষণের হার্ট (হৃদয়) সে।’

দলও উন্নতি করছে বলে জানান তিনি। তার কথা, ‘আমাদের দল দিনকে দিন অনেক উন্নতি করছে। যেভাবে আমরা এগোচ্ছি, তাতে আমরা শিগগিরই ভালো একটা শক্তিতে পরিণত হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম