Logo
Logo
×

খেলা

হ্যারি কেইনের বড় রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম

হ্যারি কেইনের বড় রেকর্ড

সংগৃহীত ছবি

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ১১ ম্যাচের সবকটিই জিতেছে বায়ার্ন মিউনিখ। ১১ ম্যাচে হ্যারি কেইন একাই করেছেন ১৯ গোল। এর মধ্যে বুন্দেসলিগায় সাত ম্যাচে ১২টি। 

আগুনে ফর্মে থাকা ইংলিশ ফরোয়ার্ড জ্বলে উঠলেন আরেকবার। শনিবার রাতে দলকে জেতানোর পথে ক্লাব ফুটবলে ৪০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন কেইন।

বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে শুরুতে দলকে এগিয়ে দিয়ে মাইলফলকটি স্পর্শ করেন কেইন। ২২ মিনিটে হেডে গোলটি করেন। বায়ার্ন মিউনিখের জার্সিতে এ নিয়ে কেইনের গোল হল ১০৪টি। ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল তিনি করেছেন টটেনহামের হয়ে, ২৮০টি।

এছাড়া লেস্টার সিটির হয়ে দুটি, মিলওয়ালের হয়ে নয়টি এবং লেটন ওরিয়েন্টের হয়ে পাঁচটি গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক। ডর্টমুন্ডের বিপক্ষে ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। 

এই জয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বায়ার্ন। ১৪ পয়েন্ট নিয়ে চারে ডর্টমুন্ড। এদিকে তোরিনোর কাছে নাপোলির হারের সুযোগ কাজে লাগিয়ে সেরি-এ লিগের শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান। 

গত পরশু রাতে তারা ১-০ গোলে হারিয়েছে রোমাকে। সাত ম্যাচ শেষে নাপোলি ও রোমার সমান ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে ইন্টার। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল এদিন ১-০ গোলে হারিয়েছে ফুলহামকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম