Logo
Logo
×

খেলা

ভালো শুরুর পরও ব্যর্থ হলেন শান্ত

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম

ভালো শুরুর পরও ব্যর্থ হলেন শান্ত

নাজমুল হোসেন শান্তর ব্যাটে খরা যেন কাটছেই না। আজ এক ধাপ নেমে চারে ব্যাট করতে এসেছিলেন। তবে এরপরও তার ব্যাটে রান আসেনি। শুরুটা ভালো করেছিলেন, তবে এরপর উইকেটটা উপহার দিয়ে ফিরলেন তিনি।

তাওহীদ হৃদয়ের বিদায়ের পর তিনি এসেছিলেন উইকেটে। বেশ সাবলীল ব্যাটিং করছিলেন। চার একটা মেরেছেন বটে, তবে যতক্ষণ উইকেটে ছিলেন, আত্মবিশ্বাসী মনে হচ্ছিল তাকে। 

তবে সে ইনিংসটা তিনি রীতিমতো ছুঁড়ে দিয়ে এলেন। আলিক এথানেজের বলটা বেরিয়ে যাচ্ছিল। কি মনে করে তিনি সেটা স্পিনের বিপরীতে গিয়ে মিড অনের ওপর দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন। 

তাতে অবশ্য সফল হতে পারেননি। মিড অনে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ৭৭ রানের ইনিংসের পর থেকে তার ফিফটি খরাটা গিয়ে ঠেকল ৮ ইনিংসে। এই সময় তিনি সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন। ২০ রানের কমে আউট হয়েছেন ৬ ইনিংসে। যার সবশেষটার দেখা মিলল আজ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম