Logo
Logo
×

খেলা

রিশাদকে ‘চ্যালেঞ্জ’ করে উইকেটের সঙ্গে সব রিভিউ হারাল উইন্ডিজ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম

রিশাদকে ‘চ্যালেঞ্জ’ করে উইকেটের সঙ্গে সব রিভিউ হারাল উইন্ডিজ

রিশাদ হোসেন আগের ম্যাচের স্ক্রিপ্ট মেনেই এগোচ্ছেন। ব্যাট হাতে ঝোড়ো ক্যামিও, বল হাতে প্রথম ওভারেই উইকেট। তবে তাকে ‘চ্যালেঞ্জ’ করে বিপাকেই পড়ে গেছে উইন্ডিজ। উইকেট তো গেছেই, সব রিভিউও হারিয়ে বসেছে দলটা।

ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এথানেজ বল হাতে একটা রেকর্ড গড়েই ফেলেছেন। তবে সেই তিনি আজ ব্যাট হাতেও বাংলাদেশকে হুমকি দিচ্ছিলেন বড় কিছুর। ৪২ বলে ২৮ রানের ইনিংসে তিনি তেমন কোনো সুযোগই দেননি।

এরপরই ভুলটা করে বসেন। রিশাদের লেগ স্টাম্প চ্যানেলের বল হাঁটু গেঁড়ে সুইপ করতে গিয়েছিলেন। তবে ব্যাটে বলে হয়নি, বল লাগে প্যাডে। এলবিডব্লিউর আবেদন তুলতেই আঙুল তুলে দেন আম্পায়ার।

তবে উইন্ডিজের এই সিদ্ধান্ত মনে ধরেনি। রিভিউ নিয়ে বসে দলটা। সঙ্গে সঙ্গে দেখা যায় প্রথম উইকেটের পুনরাবৃত্তি। আল্ট্রাএজে কিছু নেই, এরপর রিভিউতেও তিন লাল বাতি। আউট হওয়ার সঙ্গে সঙ্গে রিভিউও খুইয়ে বসে ক্যারিবীয়রা। 

ইনিংসের মোটে ১৪তম ওভার চলছে। এই সময়ে এভাবে উইকেটের সঙ্গে ২ রিভিউ খুইয়ে বসা বিপাকেই ফেলে দিয়েছে সফরকারীদের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম