Logo
Logo
×

খেলা

উইলিয়ামসন-কোহলির পর ‘বিশ্বসেরা’ ব্যাটারকে ফেরালেন রিশাদ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পিএম

উইলিয়ামসন-কোহলির পর ‘বিশ্বসেরা’ ব্যাটারকে ফেরালেন রিশাদ

জোড়া উইকেট হারানোর ধাক্কাটা উইন্ডিজ সামলে উঠছিল একটু একটু করে। রান আসছিল ভালোভাবেই। আসবেই তো! উইকেটে যে ছিলেন স্পিনের বিপক্ষে বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটার। অতীতকাল ব্যবহার করতে হচ্ছে, কারণ সেই তার ইতি টেনে দিলেন রিশাদ হোসেন।

সেই ব্যাটারটি হলেন কেসি কার্টি। তার অভিষেকের পর থেকে স্পিনের বিপক্ষে সবচেয়ে ভালো গড়ের দিক থেকে তৃতীয় বিশ্বসেরা তিনিই। তার আগে আছেন স্রেফ কেন উইলিয়ামসন আর বিরাট কোহলি।

সেই তিনি আজ শুরু থেকে বাংলাদেশি স্পিনারদের সামলাচ্ছিলেন বেশ ভালোভাবে। ৫৮ বলে করে ফেলেছিলেন ৩৫ রান। তার ব্যাটে চড়েই সিরিজে ফেরার আশায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই তাকেই ফেরালেন রিশাদ।

লেন্থ বলে রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন কার্টি। তবে তার ব্যাট ফাঁকি দিয়ে বলটা গিয়ে আঘাত হানে প্যাডে। আপিলের সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার।

রিভিউ নিতে চেয়েছিলেন তিনি। তবে প্রথম দুই উইকেটেই দুই রিভিউ শেষ করে ফেলার ফলে আর বাঁচার কোনো উপায়ই ছিল না তার। বড় উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে নেমে আসে স্বস্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম