ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মিয়ানমারের বিপক্ষে আফগানিস্তান এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে আফগানিস্তান আগামী ১৮ নভেম্বর খেলবে নিরপেক্ষ ভেন্যু ঢাকায়।
আফগানরা আগেই ঢাকায় আসার সুযোগে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। তবে সেই ম্যাচের ভেন্যু সংকটে পড়েছে বাফুফে। কারণ ৮-১৪ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে চলবে এশিয়ার আরচারি চ্যাম্পিয়নশিপ।
এতে ম্যাচের ভেন্যু নিয়ে সমস্যায় পড়েছে বাফুফে। আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘এশিয়ান আরচারি ফেডারেশন থেকে আমাদের এই ভেন্যু ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে। এই ভেন্যুকে কেন্দ্র করেই আমরা আবাসন, নিরাপত্তা ও অন্য পরিকল্পনা বাস্তবায়ন করছি। বাফুফে যদি আমাদের সঙ্গে সমন্বয় করে ম্যাচ আয়োজন করতে পারে, করবে। কিন্তু আমাদের এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের সময়সূচি পরিবর্তন করা সম্ভব না।’
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস বলেন, ‘১২-১৪ নভেম্বরের মধ্যে আমরা ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ আয়োজন করতে চাই। আরচারির সঙ্গে এ বিষয়ে আলোচনা করব। একটি পথ বের করতে হবে।’
