Logo
Logo
×

খেলা

রিশাদ ব্যর্থ, ১ ওভারে ৩ উইকেট খুইয়ে বিপাকে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম

রিশাদ ব্যর্থ, ১ ওভারে ৩ উইকেট খুইয়ে বিপাকে বাংলাদেশ

আগের দুই ম্যাচে গড়ে ২০০ ছাড়ানো স্ট্রাইক রেটে দারুণ দুই ইনিংস উপহার দিয়েছিলেন রিশাদ হোসেন। যার ফলে তাকে সুপার ওভারে ব্যবহার না করা নিয়ে আলোচনাও হয়েছে বেশ।

তবে সেই রিশাদ এবার পড়লেন ল অফ অ্যাভারেজের কাটায়। দুই অঙ্ক ছুঁতেও ব্যর্থ হলেন।

শুধু তিনি নন, আকিল হোসেইনের ওই ওভারে ৩ উইকেট খোয়াল বাংলাদেশ। আর তাতেই স্বাগতিকরা পড়ে গেছে বেশ বিপাকে।

শুরুটা করেছিলেন মাহিদুল অঙ্কন। আকিলের ৪৬তম ওভারের প্রথম বলে বোল্ড হলেন। সে ওভারের চতুর্থ বলে লং অনে ক্যাচ দেন রিশাদ। ৫ বলে ৩ রান করে ফেরেন আজ। 

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আজ নিজে না নেমে ওপরে পাঠিয়েছিলেন নাসুম আহমেদকে। তিনিও ব্যর্থই হয়েছেন। আকিলের সেই ওভারের শেষ বলে ছয় মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন আকিম আগুস্তের হাতে। আর তাতেই এক ওভারে তিন উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম