Logo
Logo
×

খেলা

রিশাদের জোড়া আঘাত, হারের খুব কাছে উইন্ডিজ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম

রিশাদের জোড়া আঘাত, হারের খুব কাছে উইন্ডিজ

উইন্ডিজ আগে থেকেই ধুঁকছিল। ৪৬ রানেই ৪ উইকেট চলে গিয়েছিল তাদের। তবে সে ধাক্কাটা সামলে উঠছিল ধীরে ধীরে। ঠিক সেই সময় রিশাদ হোসেন আঘাত হানলেন প্রথম বারের মতো। আর তাতেই অর্ধেক ইনিংস শেষ হয়ে গেল সফরকারীদের।

রিশাদ তার শুরুর ৩ ওভারে ছিলেন বেশ খরুচে। ওভারপ্রতি ৬ করে রান দিয়ে গেছেন তিনি। তবে তার ওপর চতুর্থ ওভারেও ভরসা রেখেছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সে ভরসার প্রতিদানটা তিনি দিলেন এবার। অফ স্টাম্পের চ্যানেলে ফুলার লেন্থের ডেলিভারি করেছিলেন। এরপর শর্ট মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন শেরফান রাদারফোর্ড। পারলেন না, ক্যাচ দিলেন মেহেদী হাসান মিরাজের হাতে।

দুই বল পর আবারও আঘাত হানেন রিশাদ। এবার তিনি ফেরান রস্টন চেসকে। লং অনের ওপর দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ক্যাচ দেন মিড অনে থাকা নাসুম আহমেদের হাতে। ৬৩ রানেই ৬ উইকেট খুইয়ে হারের খুব কাছে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম