Logo
Logo
×

খেলা

আইসিইউ ছাড়লেন শ্রেয়াস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ পিএম

আইসিইউ ছাড়লেন শ্রেয়াস

শ্রেয়াস আইয়ার। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে আঘাত পেয়েছিলেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণের পর শারিরীক অবস্থার অবনতি বাড়লে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর হয় শ্রেয়াসকে। শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি, ছেড়েছেন আইসিউ।

শ্রেয়াসের সঙ্গে কথা হয়েছে জাতীয় দলের সতীর্থ ও ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের। তার শারিরীক অবস্থা জানিয়ে সূর্যকুমার বলছেন, ‘আমরা তার সঙ্গে কথা বলেছি। তার ইনজুরির কথা শোনার পরই কল দিয়েছিলাম, পরে বুঝতে পারি যে ফোনটি তার সঙ্গে নেই। পরে ফিজিও কমলেশ জেইনের সঙ্গে কথা বলে জানতে পারি তার অবস্থা স্থিতিশীল।’

তবে শ্রেয়াসকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা জানিয়ে সূর্যকুমার যোগ করেন, ‘প্রথমদিন তার অবস্থা কেমন ছিল আমি বেশি জানি না। কিন্তু এখন ভালো আছে। দু’দিন ধরে তার বিষয় জানতে পারছি এবং সে মেসেজের উত্তর দিচ্ছে। এই অবস্থায় এসেছে মানে সে স্থিতিশীল আছে। তার সঙ্গে চিকিৎসকরা আছেন, এটা ভালো বিষয়। সবকিছু স্বাভাবিক আছে, তবে আরও কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ভালো বিষয় হচ্ছে– সে সরাসরি কথা বলতে পারছে।’

সেই ক্যাচ ধরতে গিয়ে শ্রেয়াসের যে এমন হাল হবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি সূর্যকুমার। তার ভাষায়, ‘আমরা কেউ চিকিৎসক নই। তবে যখন সে ক্যাচটি নিয়েছিল, বাইরে থেকে দেখে স্বাভাবিকই মনে হয়েছিল। কেবল তার সঙ্গে তখন মাঠে যারা ছিল তার ওই সময়কার ইনজুরির অবস্থা তারাই ভালো জানবে। যখন তারা ড্রেসিংরুমে গেল, তখনই বুঝতে পারল যে আরও বেশি সতর্কতা প্রয়োজন। তার অবস্থা দেখে বিশেষজ্ঞরা দ্রুত হাসপাতালে নিতে বলেন।’

তবে সুখবর, ‘অবশেষে সে স্বাভাবিকভাবে কথা বলছে’-যোগ করেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম