লিটন বললেন ‘উইকেটে আমি থাকলে ম্যাচটি আগেই শেষ হতো’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুই ম্যাচে ১৬৬ ও ১৫০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬৬ রান তাড়ায় বাংলাদেশ হেরে যায় ১৬ রানে।
আজ বুধবার সিরিজ বাঁচাতে নেমে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রানের মামুলি স্কোর তাড়ায় বাংলাদেশ ১৩৫ রানের ইনিংস গুটিয়ে ১৪ রানে হেরে যায়।
ইনিংস ওপেন করতে নেমে ১৮তম ওভারের প্রথম বলে আউট হন তানজিদ হাসান তামিম। তিনি ৪৮ বল খেলে তিন চার আর তিন ছক্কায় ৬১ রান করে ফেরেন।
অধিনায়ক লিটন দাস চতুর্থ ওভারে খেলতে নেমে আউট হন অষ্টম ওভারে। তিনি ১৭ বলে ২৩ রানের বেশি করতে পারেননি। তানজিদ আউট হওয়ার পর আশা ছিল জাকের আলি অনিক ও শামিম হোসেন পাটোয়ারি দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়বেন।
কিন্তু তারা ব্যর্থতার পরিচয় দিলেন। জাকের আলি ১৮তম ওভারের শেষ বলে আউট হনি। তিনি ১৮ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। শামিম ২ বলে ১ রানে বোল্ড হয়ে ফেরেন। তাদের বিদায়ে জয়ের স্বপ্ন ভেস্তে যায়।
শেষ ১১ বলে ২৬ রানের লক্ষ্য তাড়ায় রিশাদ হোসেন ও নাসুম আহমেদ আউট হারিয়ে ১১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ১৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে উইন্ডিজ।
খেলা শেষে অধিনায়ক লিটন দাস বলেন, আমাদের বোলাররা সত্যিই ভালো করেছে। আমি সব বোলারদের জন্য খুবই দুঃখিত কারণ তারা সত্যিই ভালো কাজ করেছে। ব্যাটসম্যানরা সেরাটা দিতে পারেনি।
লিটন বলেন, ১৩-১৪ ওভার পর্যন্ত আমার উইকেটে থাকা উচিত ছিল। আমি যদি উইকেটে থাকতাম, তাহলে ম্যাচটি আগেই শেষ হয়ে যেত। উইন্ডিজ সত্যিই ভালো বোলিং করেছে, কিন্তু তাদের ফিল্ডিং ভালো ছিল না। এটা আমাদের জন্য সৌভাগ্যে। তারা একাধিক ক্যাস মিস করার পরও আমরা জয়ের লক্ষ্য অর্জন করতে পারিনি।
