Logo
Logo
×

খেলা

‘১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম

‘১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না’

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান এক কিংবদন্তির নাম। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে লম্বা সময় ধরে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব ধরে রাখেন সাকিব। তার ক্রিকেট পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।

ক্রিকেটে পারফরম্যান্সে সাকিব যতটা ভালো, ব্যক্তি সাকিব ততটাই খারাপ। একের পর এক আচরণ ভঙ্গের মতো ঘটনা ঘটিয়ে বিতর্কে জড়ান সাকিব।

শুধু তাই নয়, ক্রিকেট থেকে অবসরের আগে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা-১ আসন থেকে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে বিতর্কে জড়ান সাকিব।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের তোপের মুখে পড়ে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেকায়দায় পরে যান। বিপাকে পরে যান সাকিব আল হাসানও।

আওয়ামী লীগের দোসর হিসেবে হত্যা মামলার আসামি করা হয় সাকিবকে। গ্রেফতার এড়াতে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে সময় কাটান সাকিব। যে কারণে জাতীয় দল থেকে অবসর না নিলেও জাতীয় দলের বাইরে থাকেন তিনি।

সাকিবের ক্রিকেট ক্যারিয়ারের প্রশংসা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড।

কন্ঠশিল্পী আসিফ আকবর বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ারেম আরও বলেন, আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম