Logo
Logo
×

খেলা

২ দিনের মধ্যে ট্রফি না পেলে যা করবে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

২ দিনের মধ্যে ট্রফি না পেলে যা করবে ভারত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমানে সভাপতি মহসিন নকভি। তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ শেষে তার হাত থেকেই চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেটারদের ট্রফি এবং মেডেল বুঝে নেওয়ার কথা ছিল।

কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে এসিসি সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়নি। যে কারণে বাধ্য হয়ে দীর্ঘ সময় মাঠে দাঁড়িয়ে থেকে এসিসি সভাপতি চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল হোটেলে তার রুমে নিয়ে যান।

নকভি শর্ত দেন, ট্রফি নিতে হলে ভারতীয় দলের কাউকে এসিসির দপ্তরে এসে নকভির হাত থেকে নিয়ে যেতে। এশিয়া কাপ ফাইনালের দুই দিন পর এসিসির সভায়ও এশিয়া কাপের ট্রফির প্রসঙ্গটি উঠেছিল, তবে সমাধান মেলেনি।

সেই মেডেল এবং ট্রফি ফিরে পেতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে চিঠি দিয়েও ট্রফি ফিরে পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। 

শুধু তাই নয়, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আশা করছে, ‘আগামী দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি মুম্বাইয়ে তাদের সদর দপ্তরে পৌঁছে দেওয়া হবে। যদি তা না হয় এবং আগের মতোই অচলাবস্থা বজায় থাকে, তাহলে আগামী মঙ্গলবার আইসিসির সভায় বিষয়টি উত্থাপন করবে বিসিসিআই।

এশিয়া কাপ ফাইনালের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বিসিসিআই এখনো ট্রফি বুঝে পায়িনি। এ নিয়ে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে ভিডিওতে আলাপচারিতায় বলেছেন, ‘এক মাস পেরিয়ে যাওয়ার পরও ট্রফিটি না দেওয়ায় আমরা কিছুটা অখুশি। আমরা হাল ছাড়িনি। ১০ দিন আগে আমরা এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন হয়নি। তারা এখনো ট্রফিটি নিজেদের কাছে রেখেছেন। আমরা আশা করছি, এক বা দুই দিনের মধ্যে মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে ট্রফিটি পৌঁছে যাবে।’

সাইকিয়া আরও জানিয়েছেন, ট্রফিটি দ্রুত হস্তান্তর করা না হলে আগামী মঙ্গলবার দুবাইয়ে আইসিসির ত্রৈমাসিক সভায় বিষয়টি তুলবে বিসিসিআই। অর্থাৎ এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করা নিয়ে এবার উত্তপ্ত হতে পারে আইসিসির সভা।

সাইকিয়া যোগ করেন, ‘বিসিসিআইয়ের পক্ষ থেকে ব্যাপারটি সামলাতে আমরা পুরোপুরি প্রস্তুত। ভারতের জনগণকে আমি নিশ্চিত করছি যে ট্রফি ভারতে ফিরবেই—শুধু সময়টা চূড়ান্ত হয়নি। একদিন না একদিন (ট্রফি) ফিরবেই।’

সাইকিয়ার আশা আরও বলেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচ জিতেছি এবং ট্রফিও জিতেছি। আমরা চ্যাম্পিয়ন। সবকিছুই রেকর্ডে আছে, শুধু ট্রফিটাই নেই। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।’

ঘটনাপ্রবাহ: এশিয়া কাপ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম