|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় বাশাআপ (মার্শাল আর্ট) প্রতিযোগিতায় অংশ নিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের ঐতিহ্যবাহী স্কুল- ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুল।
গুলিস্তানের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩১ অক্টোবর প্রতিযোগিতা শুরু হয়ে ২ নভেম্বর রোববার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হয়।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এ প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স করেছে রাজধানীর মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী স্কুল ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুল। এ প্রতিষ্ঠান থেকে জুনিয়ার ক্যাটাগরিতে ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে- একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক লাভ করে।
স্বর্ণপদক অর্জন করে নবম শ্রেণির শিক্ষার্থী নুরজাহান। রৌপ্য পদক অর্জন করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাইজা ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন শেখ। আর ব্রোঞ্জ পদক অর্জন করে দ্বিতীয় শ্রেণির তোহা।
দশম জাতীয় সিনিয়র এবং নবম জাতীয় জুনিয়র বাশআপ প্রতিযোগিতায় সর্বমোট ২১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রথমবারের মতো জাতীয় বাশআপ প্রতিযোগিতায় অংশ নিয়ে অভাবনীয় সাফল্য পাওয়ায় মুগ্ধ ঢাকা উদ্যান পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মো: আমিরুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি বাশআপ প্রতিযোগিতায় অংশ নিয়ে যেভাবে তাদের প্রতিভা বিকশিত করেছে- তাতেই আমি খুশি। আমার বিশ্বাস যথাযথ প্রশিক্ষণ পেলে আমাদের স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবিদা সুলতানা বলেন, আমি আমার শিক্ষার্থীদের এই পারফরম্যান্সে সত্যিই অনেক খুশি। এই ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে এসে যেভাবে পারফর্ম করেছে, তা আমাকে অভিভূত করেছে। আমার বিশ্বাস এই শিক্ষার্থীরা যথাযথ নার্সিং পেলে দেশের যে কোনো প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবে। তাছাড়া মার্শাল আর্ট একটা কৌশলগত খেলা, এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আত্মরক্ষা করতে সক্ষম হবে।

