Logo
Logo
×

খেলা

লাউতারোর গোলে টানা ৪ ইন্টার মিলানের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম

লাউতারোর গোলে টানা ৪ ইন্টার মিলানের

গোলের পর লাউতারো মার্তিনেজের উদযাপন/সংগৃহীত

গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলান কঠিন এক ম্যাচে জয় পেয়েছে কাইরাত আলমাটির বিপক্ষে। বুধবার সান সিরোতে ২-১ ব্যবধানে জয় পেল ইতালিয়ান জায়ান্টরা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের অপরাজিত ধারা ধরে রাখল ইন্টার, যদিও চলতি মৌসুমে এবারই প্রথম গোল খেতে হলো তাদের।

চার ম্যাচ শেষে ইন্টার মিলানের পয়েন্ট ১২, সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ ও আর্সেনাল। অন্যদিকে কাইরাত আলমাটি চার ম্যাচে এক পয়েন্টে তলানিতে রয়ে গেল।

তবে সেই আলমাটিই ইন্টারের কঠিন পরীক্ষা নিয়েছেন আজ, সেটাও আবার তাদেরই মাঠে। প্রথমার্ধে ইন্টারকে তাদের মতো করে খেলতেই দেয়নি। একাধিক সুযোগ হাতছাড়া হয় ইন্টারের। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে এগিয়ে দেন।

বিরতির দশ মিনিট পরেই সান সিরো নীরব হয়ে যায়। কর্নার থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান কাইরাতের অফরি আরাদ। এরপর ৬৭ মিনিটে কার্লোস অগুস্তোর গোলে আবারও এগিয়ে যায় ইন্টার। সেই গোলই ২-১ গোলের জয় নিশ্চিত করে দেয় ইন্টারের।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম