বাঁচা মরার লড়াইয়ের আগে বড় দুঃসংবাদ ইন্টার মিয়ামির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:১১ এএম
এমএলএস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিষিদ্ধ হলেন লুইস সুয়ারেজ/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মেজর লিগ সকার–এমএলএস কাপের পরের রাউন্ডে যেতে হলে ন্যাশভিলকে পরের ম্যাচে হারাতেই হবে। হেরে বসলেই বিদায় নিতে হবে এবারের মতো। এমন পরিস্থিতিতে এসে বড় এক দুঃসংবাদ পেল ইন্টার মিয়ামি।
তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ কর্তৃপক্ষ। গত সপ্তাহে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে লাথি মারায় এই শাস্তি পান উরুগুইয়ান এই স্ট্রাইকার।
বুধবার এমএলএসের শৃঙ্খলা কমিটি জানায়, ন্যাশভিলের বিপক্ষে মিয়ামির ২-১ ব্যবধানে হারের ম্যাচে ৭১তম মিনিটে সহিংস আচরণের কারণে সুয়ারেজকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সঙ্গে তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।
সুয়ারেজ সবশেষ ম্যাচে মাঠে ন্যাশভিল ডিফেন্ডার অ্যান্ডি নাজারকে লাথি মারেন, পরে তিনি মাটিতে পড়ে যান। এর জন্যই এমএলএসের পক্ষ থেকে তাকে ‘সহিংস আচরণে জড়িত’ হিসেবে অভিযুক্ত করা হয়।
৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটি চলতি মৌসুমে দ্বিতীয় নিষেধাজ্ঞা। এর আগে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তার দিকে থুথু ছোড়ার ঘটনায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
শনিবার ন্যাশভিলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মিয়ামির জয় ছাড়া উপায় নেই। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হয়ে মাঠে নামতে পারবেন না সুয়ারেজ।
সুয়ারেজ না থাকায় আবারও দলের ভরসা লিওনেল মেসি। এমএলএস গোল্ডেন বুটজয়ী এই আর্জেন্টাইন তারকা সুয়ারেজের আগের নিষেধাজ্ঞার সময় তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন। এবারও মিয়ামির ভাগ্য নির্ভর করবে তার পায়ের জাদুর ওপর।
