Logo
Logo
×

খেলা

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফারুক আহমেদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ফারুক আহমেদ

ফারুক আহমেদ। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৯ নভেম্বর) হার্টে ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে রিং পরানো (এনজিওপ্লাস্টি) সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন, রোববার বিকেলেই ফারুক আহমেদের হার্টে রিং বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত আছেন।

ফারুক আহমেদ ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি ২০২৪ সালের ২১ আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ওই পদে ৯ মাস দায়িত্বে ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম