Logo
Logo
×

খেলা

এবারও ভারতে হবে না আইপিএল নিলাম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

এবারও ভারতে হবে না আইপিএল নিলাম

ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২০০৮ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে জনপ্রিয়তায় আকাশ চুম্বি। 

ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আবু ধাবিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, ১৫-১৬ ডিসেম্বরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এই ইভেন্টের জন্য। টানা তৃতীয় বছরের মতো বিদেশে আয়োজিত হবে আইপিএল নিলাম।

গত দুইবার আইপিএলের নিলাম সৌদি আরব ও দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। এবার আবুধাবি আয়োজক শহর হিসেবে দায়িত্ব পালন করবে। ভারতে নিলাম আয়োজন নিয়ে আলোচনা হয়েছিল, তবে আপাতত বিদেশে আয়োজনের ধারাই বজায় থাকছে।

নিলামের আগে প্রতিটি দল ১৫ নভেম্বর পর্যন্ত তাদের খেলোয়াড়কে ধরে রাখার জন্য বাছাই করতে পারবেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম