Logo
Logo
×

খেলা

বিপিএলের নিলাম পিছিয়ে গেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম

বিপিএলের নিলাম পিছিয়ে গেল

সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তার আগে চলতি মাসের ১৭ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

কিন্তু ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলাম পিছিয়ে ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ড্রাফট না হয়ে হবে নিলাম।

দেশের বাইরের দক্ষ কর্মীদের আনার চেষ্টা করছে বিসিবি। বিসিবির একজন পরিচালক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শেষ পর্যন্ত যদি দেশের বাইরে থেকে না পাওয়া যায় তাহলে সিলেট বিভাগে কয়েকজন দক্ষ ব্যক্তি রয়েছেন, তাদেরকে আনার চিন্তা রয়েছে বিসিবির। ২১ তারিখ বাংলাদেশ দলের টেস্ট ম্যাচ থাকায়  বিপিএল অকশন শুরু হবে দুপুর তিনটা থেকে।

গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বিপিএলের এবারের আসরে অংশ গ্রহণে আগ্রহী পাঁচটি দল হলো-

রংপুর রাইডার্স

ঢাকা ক্যাপিটালস

সিলেট টাইটান্স

রাজশাহী ওয়ারিয়র্স

চিটাগং রয়েলস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম