সাদমান ও জয় দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দিনের শুরুতে আয়ারল্যান্ডকে বেশি সময় ব্যাট করতে দেয়নি বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে ভুল ছাড়াই শেষ করেছে প্রথম সেশন। টাইগারদের দুই ওপেনার ফিফটি তুলে নিয়ে লাঞ্চে গেছেন। আইরিশদের থেকে প্রথম ইনিংসে এখনও ১৭৭ রান পেছনে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা মাঠে সফরকারী বোলারদের ওয়ানডে মেজাজে সামলেছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুই ওপেনারের ফিফটিতে ১০৯ রান জমা করেছে টাইগাররা। মধ্যাহ্ন বিরতির আগেও কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা।
মধ্যাহ্ন বিরতির আগে ২৪ ওভারে ৪.৫৪ করে ওভারপ্রতি রান তুলেছে বাংলাদেশ। জয় ৫০ ও সাদমান ৫৮ রানে অপরাজিত আছেন। সফরকারীদের চেয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ এখনও পিছিয়ে ১৭৭ রানে।
এরআগে, সকালে ২.২ ওভার টিকতে পারে দুই ব্যাটার নিয়ে নামা আয়ারল্যান্ড। আগের দিনে ক্যাচ মিসের হতাশার দিনে পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক ৬০ এবং অভিষিক্ত ক্যাড কারমাইকেলের ধীরস্থির ৫৯ রানের ইনিংসে ৯০ ওভারে আট উইকেটে ২৭০ রান তুলে দিন শেষ করে অতিথিরা। সকালে সেই রানের সঙ্গে জমা হয় আরও ১৬ রান।
আইরিশদের ২৮৬ রানের জবাব দারুণ ভাবেই দিচ্ছেন দুই ওপেনার।
