Logo
Logo
×

খেলা

সেঞ্চুরি হাঁকিয়ে ডাবলের পথে জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

সেঞ্চুরি হাঁকিয়ে ডাবলের পথে জয়

সিলেট টেস্টে ক্যারিয়ারের ৩৫তম ইনিংসে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন মাহমুদুল হাসান জয়। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি।

এর আগে ২০২২ সালের ৩১মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে ডারবানে ৩২৬ বলে ১৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন। 

এরপর ২০২৩ সালের ২৮ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট স্টেডিয়ামে সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৮৬ রানে আউট হন।

লম্বা বিরতির পর আজ সিলেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিনি ২৮৩ বলে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৬৯ রান করে অপরাজিত আছেন।

আজকের মতো আগামীকাল বৃহস্পতিবারও যদি স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারেন; তাহলে পেয়ে যাবেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

বুধবার সিলেটে ১৬৯ রানের ইনিংস গড়ার পথে ওপেনিং জুটিতে সাদমান ইসলাম অনিকের সঙ্গে ৪১.১ ওভারে ১৬৮ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয়। 

এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়েন জয়। 

এই দুই জুটিতেই টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান মাহমুদুল হাসান জয়। তিনি ২৮৩ বলে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৬৯ রান করে অপরাজিত আছেন। 

১২৪ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৮০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক সৌরভ। আর ১০৪ বলে ৯টি চার আর এক ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন সাদমান ইসলাম অনিক।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান। ৫২ রানে এগিয়ে থেকে বড় লিডের পথে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড ক্রিকেট দল। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম