সাদমান, মুমিনুলরা যা পারেননি, তাই করার আশা দেখাচ্ছেন শান্ত
জ্যোতির্ময় মন্ডল, সিলেট থেকে
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বড় প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল তৃতীয় দিনের খেলা। সকালটা হতে পারত রেকর্ডবুক সমৃদ্ধ করার দিন। মাহমুদুল হাসান জয় দাঁড়িয়ে ছিলেন ডাবল সেঞ্চুরির দুয়ারে, মুমিনুল হকও ছুঁয়ে ফেলতে পারতেন সেঞ্চুরির মাইলফলক। কিন্তু দিনের শুরুতেই সবকিছু এলোমেলো করে দেন আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি। পরে মুশফিকেও হারিয়ে বাংলাদেশের প্রথম সেশন শেষ হয় চার উইকেটে ৪৪৭ রান তুলে।
সিলেট টেস্টে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই দারুণ শুরুর ইঙ্গিত দেন ম্যাককার্থি। পরপর দুই ওভারে ফিরিয়ে দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জয় ও মুমিনুলকে। দিনের দ্বিতীয় ওভারে মাহমুদুলকে ফিরিয়ে আয়ারল্যান্ড শিবিরে এনে দেন প্রথম সাফল্য। অফ স্টাম্পের বাইরে একটুবাড়তি সুইং করা ডেলিভারিতে পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাটের কানা ছোঁয়ান জয়। বল জমা পড়ে উইকেটকিপার লর্কান টাকারের গ্লাভসে। তাতেই ভাঙে ২৭২ বল স্থায়ী ১৭৩ রানের দুর্দান্ত জুটি। ২৮৬ বল খেলে চার ছক্কা ও ১৪ চারে ১৭১ রান করে ফিরে যান তিনি।
এর পরের ওভারেই আরেক ধাক্কা। ম্যাককার্থির অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে কাঁধের ওপর উঠতে থাকা বল ছোঁয় মুমিনুলের ব্যাটের কানায়। দ্বিতীয় স্লিপে অপেক্ষায় থাকা অ্যান্ড্রু বালবার্নির হাতে ধরা পড়েন তিনি। ১৩২ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৮২ রানে থামে মুমিনুলের ইনিংস।
সকালের সেশনেই তাই দুই বড় উইকেট হারিয়ে কিছুটা বিপাকে বাংলাদেশ। তবে ক্রিজে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৬১*) ও লিটন দাস। ক্যারিয়ারের ৯৯তম টেস্টে নেমে ইনিংসটা বড় করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ধীরস্থির শুরুটা থামে ৫২ বলে ২৩ রান করে।
মুশফিক ভুল লাইনে খেলতে গিয়ে শিকার হলেন স্পিনের ধোঁকায়। বলটি ভেতরে ঢুকে আবার হালকা টার্ন কওে বেরিয়ে যায়-ব্যাটে লেগে উঠে যায় লিডিং এজ। গালিতে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক ক্যাচ নেন বাঁ দিকের দিকে ঝাঁপিয়ে।
তৃতীয় দিনের বাংলাদেশের প্রথম সেশনটা হল মিশ্র। তিন উইকেট হারালেও অধিনায়ক নাজমুল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন। প্রথম সেশনে স্বাগতিকরা তুলেছে ১০৯ রান। নাজমুল ৬৯ বলে দশ চারে ৬১ রানে অপরাজিত। আক্রমণাত্বক শুরুটা করেছেন লিটন দাসও। ২৪ বলে ১৯ রানে অপরাজিত রয়েছেন তিনিও।
