Logo
Logo
×

খেলা

৫ ইনিংসে তৃতীয় সেঞ্চুরি শান্তর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

৫ ইনিংসে তৃতীয় সেঞ্চুরি শান্তর

ছবি-সংগৃহীত

টেস্টে দারুণ ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কায় গল টেস্টে জোড়া সেঞ্চুরি পেয়েছিলেন। এবার এক টেস্ট পর আবারও পেয়ে গেলেন তিন অঙ্কের দেখা। এই নিয়ে ৩ ম্যাচ আর ৫ ইনিংসে তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তিনি। আর তাতে রানের পাহাড়ে চড়া বাংলাদেশ চড়ে গেছে আরও ওপরে।

আগের দিন আর আজ মিলিয়ে সেঞ্চুরির আশা জাগিয়েও হতাশ করেছেন দুজন, সাদমান ইসলাম আর মুমিনুল হক। তবে শান্ত সে পথে হাঁটেননি। সেঞ্চুরির আশা দেখিয়ে ঠিকই তা পূরণ করেছেন।

শান্ত আজ তৃতীয় দিনের শুরুতে নামেন মাহমুদুল হাসান জয়ের বিদায়ের পর। নেমেই তিনি আক্রমণ চালিয়েছেন প্রতিপক্ষ বোলারদের ওপর। শুরু থেকে ঝোড়ো ব্যাটিং করে গেছেন তিনি। রান করেছেন প্রায় ১০০ স্ট্রাইক রেটে। 

ফিফটি ছুঁয়েছিলেন ৫৩ বলে। এরপর সেঞ্চুরির কাছে এসে একটু রয়েসয়ে খেলেছেন। ৮৫ বলে ৮৬ রান তোলার পর সেঞ্চুরি ছুঁতে খেলেছেন ১১২ বল।

তবে সেঞ্চুরি ছোঁয়ার এক বল পরই তিনি বিদায় নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে। ১১৪ বলে ১০০ করে আউট হয়েছেন তিনি। 

বাংলাদেশ ৫৪৫ রানে খুইয়ে বসে তাদের ষষ্ঠ উইকেট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম