Logo
Logo
×

খেলা

‘হামজা উঠে যাওয়ায় আমাদের জন্য সুবিধা হয়েছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

‘হামজা উঠে যাওয়ায় আমাদের জন্য সুবিধা হয়েছে’

মাত্র ২ মিনিটের আক্ষেপ। খেলার একিবারে শেষ মুহূর্তে গোল খেয়ে জয়বঞ্চিত হয় লাল সবুজের দল। ইনজুরির টাইমে গোল খাওয়ায় হতাশা নিয়ে ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে। 

বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল। হামজার জোড়া গোলে বাংলাদেশ খেলায় লিড নেয়। ৮০ মিনিটে হামজাকে উঠিয়ে নেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তাকে উঠিয়ে নেওয়ার ফায়দা লুটেছে নেপাল। 

খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসিমুখে এলেন নেপালের কোচ হড়ি খাড়কা। তিনি বলেন, ‘হামজা পুরো ম্যাচে মাঠে থাকলে আমাদের জন্য কষ্ট হতো। সে না থাকায় আমাদের জন্য সুবিধা হয়েছে।’

দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে হামজা ম্যাজিকে বাংলাদেশ ২-১ গোলের লিড পায়। দর্শনীয় বাইসাইকেল কিকে গোলের পর পেনাল্টি থেকে জাল কাঁপান তিনি। প্রথম গোলে ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডারকে কৃতিত্ব দিলেও দ্বিতীয় গোল নিয়ে আপত্তি রয়েছে নেপাল কোচের। 

তিনি বলেন, ‘প্রথম গোলটি অত্যন্ত অসাধারণ হয়েছে। তবে দ্বিতীয় গোলের পেনাল্টি নিয়ে আমার প্রশ্ন রয়েছে। এটা আমার দৃষ্টিতে পেনাল্টি হয়নি।’ 

খাড়কা আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। এই ড্র আমাদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য কাজে দেবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম