জাভি-ইনিয়েস্তাদের রেকর্ড ভেঙে ২০২৬ বিশ্বকাপের খুব কাছে স্পেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২২ এএম
জোড়া গোল করে স্পেনকে বড় জয় এনে দিয়েছেন মিকেল ওইয়েরজাবাল/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফর্মের তুঙ্গে থাকা স্ট্রাইকার মিকেল ওইয়েরজাবাল দুই গোল করলেন। তার সঙ্গে মার্টিন জুবিমেন্দি এবং ফেরান তোরেসের গোল যোগ হয়ে স্পেন জর্জিয়াকে ৪–০ ব্যবধানে হারাল। এই জয়ে তারা জাভি-ইনিয়েস্তাদের স্পেনের রেকর্ডও ভেঙে দিয়েছে।
তিবলিসিতে এই জয়ে স্পেনের গ্রুপ ই–তে পাঁচ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট হলো। তারা ১৯ গোল করেছে এবং একটি গোলও খায়নি। দ্বিতীয় স্থানে থাকা তুরস্ক শনিবার বুলগেরিয়াকে ২–০ গোলে হারাল।
তুরস্ক যদি মঙ্গলবার সেভিয়ায় স্পেনকে ৭–০ গোলে হারাতে না পারে, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে উঠবে স্পেন।
লুইস দে লা ফুয়েন্তের দল এখন টানা ৩০ ম্যাচ অপরাজিত। এর আগে স্প্যানিশদের রেকর্ড ছিল ২৯ ম্যাচ। সেই রেকর্ড ছিল ভিসেন্তে দেল বস্কের সোনালি প্রজন্মের, সেই যুগে জাভি-ইনিয়েস্তাদেড় অপরাজিত যাত্রা ছিল ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত।
স্পেন এই ম্যাচে দানি কারভাহাল, পেদ্রি, রদ্রি বা লামিন ইয়ামালকে ছাড়াই খেলেছে। তবুও জর্জিয়া কোনো লড়াইই করতে পারেনি। ওইয়েরজাবাল তার ৫০তম ম্যাচে ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। এরপর অ্যালেক্স বায়েনার শট পোস্টে লাগে।
কিন্তু ২২তম মিনিটে ফাবিয়ান রুইজ দারুণ পাস দেন। সেই পাস থেকে আর্সেনালের মিডফিল্ডার জুবিমেন্দি ঠান্ডা মাথায় বল জালে জড়ান।
৩৫তম মিনিটে আবারও স্পেন গোল করে। বায়েনার পাস থেকে ওইয়েরজাবাল বল বাড়ান তোরেসকে। তোরেস সহজে গোল করেন। ৬৩তম মিনিটে ওইয়েরজাবাল তার দ্বিতীয় গোল করেন। তোরেসের চিপ ক্রসে মাথা ছুঁইয়ে তিনি গোলটি করেন।
এই হার জর্জিয়ার প্লে–অফে ওঠার সামান্য আশা–টুকুও শেষ করে দিল।
