Logo
Logo
×

খেলা

‘ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

‘ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ১২৪ রানের মামুলি স্কোর তাড়ায়; ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে হেরে যায় ভারত। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের এমন পরাজয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। 

ইডেন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রান করা দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করতে পারে ১৫৩ রান। আর প্রথম ইনিংসে ১৮৯ রান করা ভারত, ১২৪ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ৯৩ রানে অলআউট হয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এমন লজ্জাজনক হারে ক্ষুব্ধ ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। টেস্ট ক্রিকেটের জন্য দুঃখ হয়। শান্তিতে থেকো টেস্ট ক্রিকেট। গত কয়েক বছর ধরে যে ধরনের পিচ বানানো হচ্ছে। আমি সবই দেখছি। কিন্তু এই নিয়ে কেউ কোনও কথা বলে না। কারণ দল জিতছে। কেউ উইকেট নিচ্ছে। কেউ সেই উইকেটগুলো নিয়ে মহান হচ্ছে। তাই সবাই ভাবে সবকিছু ঠিকঠাক হচ্ছে। তবে এটা এখন থেকে শুরু হয়নি।

ভাজ্জি আরও বলেন, বেশ কয়েক বছর ধরে এমনটি চলছে। আমার মতে, এটা ক্রিকেট খেলার ভুল ধরন। এইভাবে এগোনো যাবে না। হয়তো দল জিতছে, কিন্তু তাতে কোনও লাভ নেই। এইভাবে ক্রিকেটার হিসেবে উন্নতি করা সম্ভব নয়। তাই আমার মনে হয়, এবার এটা নিয়ে ভাবার সময় হয়ে গিয়েছে। এমন পিচে নিজেদের ব্যাটাররাই জানে না কিভাবে রান করতে হবে। কিন্তু দেখানো হচ্ছে, তাঁরা জানে। সবাই যদি পিচের জন্য আউট হয়, তাহলে যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

ইডেন টেস্ট তিন দিনে শেষ হওয়ায় পিচ নিয়ে সমালোচনা হচ্ছে। এ ব্যাপারে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বলেন, এটা কোনওভাবেই খেলতে না পারার পিচ নয়। আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনটাই তৈরি হয়েছে। কিউরেটর সুজন মুখার্জি অত্যন্ত সহযোগিতা করেছেন। যারা মানসিকভাবে শক্ত থেকে ডিফেন্স ভাল করেছে, তারাই রান করেছে। এই উইকেট আপনাকে পরীক্ষা করায়, মানসিকভাবে কতটা শক্ত, সেটাই বড় ব্যাপার।

গম্ভীর আরও বলেন, এই পিচে তেমন কোনও জুজু ছিল না। অক্ষর, তেম্বা, ওয়াশিংটন তিনজনই রান করেছে। যদি কেউ এটাকে টার্নিং ট্র্যাক বলে, মনে রাখবেন অধিকাংশ উইকেটই নিয়েছে সিমাররা।

আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম