Logo
Logo
×

খেলা

৯০৫ দিন পর ন্যু ক্যাম্পে ফিরছে বার্সেলোনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম

৯০৫ দিন পর ন্যু ক্যাম্পে ফিরছে বার্সেলোনা

সংগৃহীত

দুই বছরের বেশি সময় পর অবশেষে নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে পুনর্নির্মিত এই স্টেডিয়ামে ফিরবে কাতালান ক্লাবটি, সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২২–২৩ মৌসুমের শেষ বার ক্যাম্প ন্যুতে খেলেছে বার্সা। ২০২৩ সালের ২৮ মার্চের পর থেকে বার্সেলোনা শহরের মন্টজুইক পাহাড়ে অবস্থিত অলিম্পিক স্টেডিয়ামে খেলতে বাধ্য হয়েছিল। একাধিক দফা দেরির কারণে ক্যাম্প ন্যু পুনরায় খুলছে নির্ধারিত সময়ের এক বছর পরে। ১.৫ বিলিয়ন ইউরোর (১.৭৫ বিলিয়ন ডলার) এই রূপান্তর কাজ পুরো সময়জুড়ে নানা নির্মাণ জটিলতায় আটকে ছিল।

প্রথম ধাপে ক্যাম্প ন্যু সাময়িকভাবে ৪৫,৪০১ দর্শকের জন্য উন্মুক্ত করা হবে। ওপরের তলা পুরোপুরি তৈরি হলে ধারণক্ষমতা ১,০৫,০০০ এ পৌঁছাবে। চলতি নভেম্বরের শুরুতে স্টেডিয়ামটি পরীক্ষামূলকভাবে খোলা হয়েছিল এবং সেখানে ২৩,০০০ দর্শক একটি ওপেন ট্রেনিং সেশন দেখেছিলেন।

বার্সেলোনা আশা করছে আগামী ৯ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচটি ক্যাম্প ন্যুতেই আয়োজনের অনুমতি দেবে উয়েফা। মৌসুমের শুরুর দুই ম্যাচ ক্লাবটিকে নিজেদের ৬,০০০ ধারণক্ষমতার ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে খেলতে হয়েছিল, কারণ নিরাপত্তাজনিত কারণে তখন ক্যাম্প ন্যু ব্যবহার করার অনুমতি পাওয়া যায়নি।

পুরনো ক্যাম্প ন্যু ১৯৫৭ সালে তৈরি হয়েছিল এবং তখন ধারণক্ষমতা ছিল ৯৯,০০০। নতুন প্রকল্প অনুযায়ী স্টেডিয়ামে একটি ছাদ যোগ করা হবে, যা ২০২৭ সালের গ্রীষ্মে স্থাপন করা হবে। এটিও অবশ্য নির্ধারিত সময়ের চেয়ে এক বছর পিছিয়ে যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম