Logo
Logo
×

খেলা

খোঁজও নেন না যুবরাজ, হতাশায় মৃত্যু কামনা করছেন তার বাবা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম

খোঁজও নেন না যুবরাজ, হতাশায় মৃত্যু কামনা করছেন তার বাবা

যোগরাজ সিং ও যুবরাজ সিং/ফাইল ছবি

ভারতের সাবেক ক্রিকেটার এবং কোচ যোগরাজ সিং আবারও আলোচনায়। নিজের জীবন, একাকীত্ব আর পরিবারের দূরত্ব নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি এখন ‘মরতে প্রস্তুত’, কারণ তার জীবন সম্পূর্ণ হয়ে গেছে।

যোগরাজ সিং বলেছেন, তিনি এখন একা থাকেন। তার আশেপাশে কোনো পরিবার নেই। তিনি বলেছেন, ‘আমি সন্ধ্যায় একা বসে থাকি, ঘরে কেউ নেই। আমি অচেনা মানুষের ওপর ভরসা করি খাবারের জন্য। কখনও একজন দেয়, কখনও আরেকজন দেয়। আমি কাউকে বিরক্ত করি না। আমি গৃহকর্মী রেখেছিলাম, রান্নার লোকও রেখেছিলাম। তারা কাজ করে চলে গেছে। কেউ টেকে না।’

তিনি জানিয়েছেন, তিনি নিজের পরিবারকে ভালোবাসেন। তবুও তিনি তাদের কাছে কিছু চান না। তিনি বলেছেন, ‘আমি আমার মা, সন্তান, ছেলের বউ, নাতি-নাতনি—সবাইকে ভালোবাসি। কিন্তু আমি কিছু চাই না। আমি মরতে প্রস্তুত। আমার জীবন সম্পূর্ণ। যখন ঈশ্বর চাইবেন, তিনি আমাকে নিয়ে যাবেন। আমি খুব কৃতজ্ঞ। আমি প্রার্থনা করি আর ঈশ্বর আমাকে দিয়ে যান।’

৬২ বছরের যোগরাজ বলেছেন, তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল স্ত্রী এবং ছেলে যুবরাজের চলে যাওয়া। তিনি বলেছেন, ‘যখন পরিস্থিতি এমন হলো যে যুবরাজ আর তার মা আমাকে ছেড়ে চলে গেল, তখন আমি সবচেয়ে বড় ধাক্কা খেলাম। যাকে আমি সারা জীবন দিলাম, সেই নারীও চলে গেল? আমার সবকিছু এভাবে শেষ হয়ে গেল। আমি ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলাম, আমি সবার জন্য ভালো করেছি। তারপরও কেন এমন হলো? ভুল হতে পারে, কিন্তু আমি নিষ্পাপ মানুষ। কাউকে কষ্ট দিইনি। আমি ঈশ্বরের সামনে কেঁদেছি। তিনি আমাকে সেই সাগর থেকে তুলে এনেছেন।’

যোগরাজ সিং তার প্রথম স্ত্রী ছিলেন শবনম কর। তাদের দুই ছেলে যুবরাজ ও জোরাওয়ার। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। যুবরাজ নিজেই একবার বলেছিলেন যে তিনি বাবা-মাকে আলাদা হতে বলেছিলেন, কারণ ‘তারা সব সময় ঝগড়া করত।’

যোগরাজ বলেন, ‘যা হওয়ার ছিল, তাই হয়েছে। আমার মনে অনেক রাগ ছিল, প্রতিশোধের ভাবও ছিল। এরপর ক্রিকেট এল জীবনে। পরে সেটাও থেমে গেল। তারপর যুবরাজকে ক্রিকেটে তুললাম। সে খেলল, তারপর সেও চলে গেল। পরে আমি আবার বিয়ে করলাম। দুই সন্তান হলো। তারাও আমায় ছেড়ে আমেরিকা চলে গেল। কিছু সিনেমা করলাম, সময় কেটে গেল। শেষে আবার একই জায়গায় এসে দাঁড়ালাম। নিজেকে প্রশ্ন করেছি—এত কিছু করলাম, কার জন্য? এখন কারা আছে আমার সঙ্গে? যা হওয়ার ছিল, হয়েছে। ভালোর জন্যই হয়েছে।’

যোগরাজ সিং ভারতের হয়ে এক টেস্ট এবং ছয়টি ওয়ানডে খেলেছিলেন। চোটের কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার দ্রুত শেষ হয়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম