Logo
Logo
×

খেলা

২ বার বেঁচে গিয়েও ফিফটি করতে পারলেন না মিরাজ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

২ বার বেঁচে গিয়েও ফিফটি করতে পারলেন না মিরাজ

মুশফিকুর রহিমের বিদায়ের পর উইকেটে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ ব্যাট করে এগিয়ে যাচ্ছিলেন ফিফটির দিকে। পথে ২ বার আউট হতে হতে বেঁচেও ফিরেছেন। তবে এরপরও ফিফটির দেখা পাননি তিনি। আউট হয়েছেন তার ৩ রান আগেই।

সপ্তম ব্যাটার হিসেবে উইকেটে আসা মিরাজ শুরু থেকেই দারুণ সঙ্গ দিয়েছেন লিটন দাসকে। ৩ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ১টি ছক্কা।

তবে এই ইনিংসে ২ বার জীবন পেয়েছেন তিনি। প্রথমবার তাকে রক্ষা করেছেন লিটন। ম্যাথিউ হামফ্রেসের বল তার প্যাডে লাগলে এলবিডব্লিউর আবেদন তোলে আয়ারল্যান্ড। সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। তবে লিটন সঙ্গে সঙ্গে রিভিউ নিতে বলেন মিরাজকে। রিপ্লেতে দেখা যায়, বলটা লেগ স্টাম্প মিস করত। 

এর ২ বল পর মিরাজ গ্যাভিন হোয়িকে আক্রমণ করতে গিয়েছিলেন। বল তুলে দিয়েছিলেন আকাশে। তবে হ্যারি টেক্টর ক্যাচটা নিতে পারেননি শেষমেশ। দ্বিতীয় বার বেঁচে ফেরেন মিরাজ।

তবে এক বল পর আর ভাগ্যটা সঙ্গ দেয়নি তাকে। সেই হোয়িকে তুলে মারতে গিয়ে পয়েন্টে কারমাইকেলের হাতে ক্যাচ দেন তিনি। তার ইনিংস থেমে যায় ৪৭ রানে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম