Logo
Logo
×

খেলা

শামীম বাদ পড়ায় হতাশ অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

শামীম বাদ পড়ায় হতাশ অধিনায়ক

আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। আসন্ন এই সিরিজের দলে নেই জাতীয় দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। তাকে দলে না রাখায় হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন কুমার দাস। 

বুধবার সংবাদ সম্মেলনে লিটন দাস বলেছেন, শামীম থাকলে অবশ্যই ভালো হতো। তবে এটা আমার কল না। এটা পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, তবে নির্বাচকরা আমাকে জানিয়েছেন শামীমকে বাদ দিয়ে দিয়েছেন দল থেকে, কোনো নোটিশ ছাড়াই। 

লিটন আরও বলেন, আমি এতদিন জানতাম একটা দল যখন মানুষ হ্যান্ডেল করে অন্তত অধিনায়ক জানে কোন খেলোয়াড় আসবে কোন খেলোয়াড় বাদ যাবে। তবে আমি আশা করি প্রত্যেক খেলোয়াড়ই সেরা। যে ১৫ জনই থাকবে ভালো করবে। তবে শামীমকে বাদ দেওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। নোটিশও পাইনি কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।

অধিনায়ক আরও বলেছেন, আমাকে বলা হয়েছে সিলেকশন প্যানেল ও বোর্ড থেকে - আমাকে যে দল দেওয়া হবে সে দল নিয়েই কাজ করতে হবে। কোন প্লেয়ারকে চাই বা চাই না এখানে আমার বলার থাকবে না। এতদিন জানতাম অধিনায়কের টিম গোছানোর প্ল্যানিং থাকে। তবে কয়েকদিন আগে জানতে পারলাম আমাকে যে দল দেওয়া হবে আমার কাজ হচ্ছে সেই দলকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া।

লিটন আরও বলেন, বিষয়টি ইনসাল্টিং আমি (অপমানজনক) বলব না। আমার মনে হয় কোচ-অধিনায়কের জানা উচিৎ। সেই জায়গা থেকে কিছুই জানি না। আমাকে যে দল দেওয়া হবে সেই দল নিয়েই চেষ্টা করব।’

লিটন আরও বলেন, টিমের ডিস্টার্ব বলব না, তবে হতাশাজনক। প্রত্যেক খেলোয়াড়ের কাছে প্রত্যেক সিরিজে পারফরম্যান্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে দল গোছানোর জন্য। শামীম ২-৩টি সিরিজে খুব অসাধারণ ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার। সেখান থেকে যদি বাদ পড়ে, ওর জন্যও হতাশাজনক। আমার জন্যও। আশা করি না কেউ প্রতিদিন পারফর্ম করবে। ৩ সিরিজে পারফর্ম করলে তাকে ব্যাক করা উচিৎ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম